স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী নৌকা ডুবে ৬ জনের মৃত্যু: উদ্ধারকারী

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:৩৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বুধবার তীরে পৌঁছানোর কিছুক্ষণ আগে একটি অভিবাসী নৌকা ডুবে চারজন নারী ও দু’টি মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা জানিয়েছে, এটি বিপজ্জনক এই পথটির সর্বশেষ মর্মান্তিক দুর্ঘটনা।

মাদ্রিদ থেকে এএফপি জানায়, আটলান্টিক দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবা জানিয়েছে যে একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকারীরা এল হিয়েরো দ্বীপের লা রেস্টিংগা বন্দরে মানুষকে বাঁচাতে কাজ করছে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন অভিবাসী ছিলেন।

সরকারি সম্প্রচারক আরটিভিই উল্টে যাওয়া নৌকায় আটকে থাকা এবং এল হিয়েরো থেকে পানিতে পা ফেলার সময় উদ্ধারকারীদের জীবন রক্ষাকারী রিং ছুঁড়ে দেয়ার ফুটেজ সম্প্রচার করেছে।

জরুরি পরিষেবাগুলো প্রাথমিকভাবে লা রেস্টিংগায় ‘একটি নৌযান ডুবে যাওয়ার পর দুই নারী মৃত্যুর’ বিষয়টি নিশ্চিত করেছে এবং পরে বলেছে যে ‘স্বাস্থ্য পরিষেবাগুলো আরও দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।’

তারা এক্স-এ বলেছে, এরপর পরিষেবাগুলো পাঁচ ও ১৬ বছর বয়সী দুই মেয়ের মৃত্যুর খবর দেয়, অর্থাৎ এতে ‘মৃতের মোট সংখ্যা ছয় জনে পৌঁছায়।’

একটি তিন বছর বয়সী ছেলে ও একটি পাঁচ বছর বয়সী মেয়ে প্রায় ডুবে যাচ্ছিল। পরে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম টেনেরিফের একটি হাসপাতালে ভর্তি করা হবে।

জরুরি পরিষেবাগুলোর উদ্ধৃতি দিয়ে তারা আরও জানিয়েছে যে শ্বাসকষ্টজনিত কারণে আরও চার নাবালককে এল হিয়েরোর হাসপাতালে ভর্তি করা হচ্ছে হচ্ছে।

স্পেন প্রতি বছর পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আসা হাজার হাজার ইউরোপমুখী অভিবাসীদের আশ্রয় দেয়। এসব অভিবাসীরা সাধারণত মালি, সেনেগাল ও মরক্কোর নাগরিক।

প্রবল সমুদ্র স্রোত এবং পুরোনো জরাজীর্ণ নৌযান দীর্ঘ পারাপারকে বিপজ্জনক করে তোলে।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস এনজিও’র মতে, ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছে অথবা নিখোঁজ হয়েছেন।

ভূমধ্যসাগরে কঠোর নিয়ন্ত্রণের ফলে অভিবাসীরা আটলান্টিক রুটে যাওয়ার চেষ্টা করলে, ২০২৪ সালে প্রায় ৪৭ হাজার অনিয়মিত অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছায়, যা টানা দ্বিতীয় বছরের বার্ষিক রেকর্ড ভেঙেছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই বছর সংখ্যাটি এখন পর্যন্ত কমেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত একই সময়ের তুলনায় এই বছর এই দ্বীপপুঞ্জে অভিবাসী প্রবেশ ৩৪.৪ শতাংশ কমেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০