নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ভোট যুক্তরাষ্ট্র আটকে দিতে পারে

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৪২

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটিই প্রথম ভোট। গত নভেম্বরে ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়। 

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি’র দেখা নতুন প্রস্তাবে ‘সকল পক্ষের দ্বারা সম্মানিত গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয়েছে।’

এতে ‘হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সকল জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি’ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’ তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় এটি ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বেশ কয়েকজন কূটনীতিক এএফপি’কে ইঙ্গিত দিয়েছেন, তারা আশা করছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবে।

তারা আরো বলেছেন, কাউন্সিলের নির্বাচিত ১০ সদস্যের প্রতিনিধিরা এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। তারা কিন্তু এই ১০ সদস্যের প্রতিনিধিরা আমেরিকান পক্ষের সাথে আলোচনার ব্যর্থ চেষ্টা করেছেন।

গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের আকস্মিক ইসরাইলি মাটিতে আক্রমণের ফলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

গাজায় সাহায্য বিতরণের অবনতির কারণে এই তদন্ত আরো বেড়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে সীমিত সংখ্যক জাতিসংঘের যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার আগে ইসরাইল দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো ধরনের ত্রাণবাহী গাড়ি প্রবেশের অনুমতি দেয়নি। সমস্ত গাজাবাসীকে অবরুদ্ধ করে রেখেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প অনুমোদন ইসরাইলের
১০