আবার শেয়ারবাজারে ফিরতে চাচ্ছে ভার্জিন অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫৪

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): একসময় চরম আর্থিক সংকটে পড়া এয়ারলাইন ভার্জিন অস্ট্রেলিয়া আবার স্থানীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে। বুধবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভার্জিনের পাবলিক অফারিংয়ের মাধ্যমে ৪০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করার লক্ষ্য রয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে অস্ট্রেলিয়ার বৃহৎ বিমান সংস্থা কোয়ান্টাসের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভার্জিনের আন্তর্জাতিক ভ্রমণ স্থবির হয়ে পড়লে দেউলিয়া হওয়ার মুখে পড়েছিল। অস্ট্রেলিয় সরকারের কাছ থেকে কোনো সহায়তা না পাওয়া কোম্পানিটিকে তখন মার্কিন প্রাইভেট ইকুইটি জায়ান্ট বেইন ক্যাপিটাল কিনে নিয়ে রক্ষা করে।

এখন বেইন ভার্জিন অস্ট্রেলিয়ার ৩০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। আইপিওর (প্রাথমিক শেয়ার ইস্যু) মাধ্যমে আনুমানিক ৪৪ কোটি মার্কিন ডলার (৬৮৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে বলে একাধিক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে।

ভার্জিন অস্ট্রেলিয়া সর্বশেষ ২০২০ সালে শেয়ার বাজারে তালিকাভূক্ত হয়েছিল। এরপর আর্থিক সংকটের সময় এটি তালিকাভুক্তি বাতিল কর হয়। 

চলতি বছরের শুরুতে কাতার এয়ারওয়েজ ভার্জিন অস্ট্রেলিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নেয়। যা কোয়ান্টাসের প্রভাবিত বাজারে আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে আসে।

কোয়ান্টাস ও তাদের লো-কস্ট ব্র্যান্ড জেটস্টার বর্তমানে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বিমান চলাচল বাজারের ৬১ শতাংশের বেশি দখল করে রেখেছে। তবে, ভার্জিন অস্ট্রেলিয়া এসব খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবন থেকে বিষের বোতল জব্দ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
১০