ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৩:১০

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়ার পরপরই জেরুজালেমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানান ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই সময় জেরুজালেমের আকাশে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সোমবার তেল আবিবের কাছে ইসরাইলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুথিরা।

ইরান-সমর্থিত হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল এই অঞ্চলে তাদের সামরিক হামলা পুনরায় শুরু করার পর হুথিরা আবার হামলা চালানো শুরু করে।

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হলেও, মে মাসের শুরুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে। 

হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। যার মধ্যে রাজধানী সানার বন্দর এবং বিমানবন্দরও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০