ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের সক্রিয় ভূমিকার আহ্বান বিলাওয়াল ভুট্টোর

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৪:১৩

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জাতিসংঘকে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাসে সক্রিয় ভূমিকা নেয়ার এবং সিন্ধু পানি চুক্তি পুনরুদ্ধারে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। যা নয়াদিল্লি ইচ্ছাকৃতভাবে স্থগিত করেছে বলে অভিযোগ করেন ভুট্টো।

বুধবার নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।

ভারতের সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে নয়াদিল্লির বক্তব্যকে চ্যালেঞ্জ জানাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। নয় সদস্যের একটি উচ্চ-স্তরের সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি এই সফরে আসেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে, বিলাওয়াল ভুট্রো দক্ষিণ এশিয়ায় আরো উত্তেজনা রোধে জরুরি আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘২২ এপ্রিল ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারতের সাম্প্রতিক সামরিক উস্কানি এবং ভিত্তিহীন অভিযোগ এই অঞ্চলকে আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার ঝুঁকি তৈরি করছে।’

পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী বিলাওয়াল গুতেরেসের কাছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর চিঠিতে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড, যার মধ্যে সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তিনি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন এবং এটিকে পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া ‘পানি যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

এ সময় তিনি উত্তেজনা প্রশমন, সিন্ধু পানি চুক্তির স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার এবং পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সংলাপ হতে সহায়তা করার জন্য মহাসচিবকে তার সদিচ্ছার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য জরুরি জম্মু ও কাশ্মীর বিরোধের ওপর একটি সংলাপে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এ সময় বিলাওয়াল সাংবাদিকদের আরো বলেছেন, ‘পাকিস্তান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু ভারত আলোচনা এড়িয়ে যাচ্ছে।’

এদিকে মহাসচিব গুতেরেস পাকিস্তানের শান্তির আহ্বানকে স্বাগত জানিয়েছেন এবং সংলাপ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে জাতিসংঘ সম্পূর্ণরূপে সমর্থন দিতে প্রস্তুত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প অনুমোদন ইসরাইলের
১০