ট্রাম্প মেরিন সেনা মোতায়েন ; লস অ্যাঞ্জেলেসের উত্তেজনা বৃদ্ধি

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:০৪

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : বিক্ষোভের প্রতিক্রিয়ায় এবং রাজ্য কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে শত শত মার্কিন-মেরিন সেনা মোতায়েন করা হয়।

৭শ’ অভিজাত সৈন্য প্রায় ৪ হাজার ন্যাশনাল গার্ড সৈন্যের সাথে যোগ দেবে। যা বিস্তীর্ণ শহরটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সামরিকীকরণকে আরো জোরদার করবে। সেখানে লক্ষ লক্ষ বিদেশি বংশোদ্ভূত এবং ল্যাটিনো বাসিন্দা বসবাস করেন।

লস অ্যাঞ্জেলস থেকে এএফপি এ খবর জানায়।

পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত এবং সহিংস সংঘর্ষের ফলে শান্তিপূর্ণ বিক্ষোভ পঞ্চম দিনে প্রবেশ করছে।

সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের শহরতলির লিটল টোকিও পাড়ায় কয়েক ডজন বিক্ষোভকারী নিরাপত্তা কর্মকর্তাদের মুখোমুখি হয়। কেউ কেউ পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়ে। পরে নিরাপত্তা কর্মীরা পাল্টা টিয়ার গ্যাস ছোঁড়েে।

গত সপ্তাহে ট্রাম্পের স্বাক্ষরিত অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার এবং তাদের বিতাড়িত করার প্রচারণার আকস্মিক তীব্রতা বৃদ্ধির ফলে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। যাদের তিনি দাবি করেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ‘আক্রমণ’ চালিয়েছে।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, বেশিরভাগ বিক্ষোভকারীরা ‘শান্তিপূর্ণ’ ছিলেন এবং তারা নিজেরাই আইন-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ছিলেন।

ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘একজন স্বৈরাচারী প্রেসিডেন্টের বিকৃত কল্পনা পূরণের জন্য মার্কিন মেরিনদের ‘আমেরিকার মাটিতে তাদের নিজস্ব দেশবাসীর মুখোমুখি মোতায়েন করা উচিত নয়। এটি অ-আমেরিকান।’

কিন্তু ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের ‘পেশাদার আন্দোলনকারী এবং বিদ্রোহী’ বলে অভিহিত করেছেন।

তিনি গতকাল মঙ্গলবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি যদি গত তিন রাতে লস অ্যাঞ্জেলেসে ‘সৈন্য পাঠাতে’ না পারতাম, তাহলে একসময়ের সেই সুন্দর এবং মহান শহরটি এখনই মাটিতে পুড়ে যেত।’

ট্রাম্প নিউসমকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের অতি-অনুগত স্পিকার রিপাবলিকান মাইক জনসন, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গভর্নরকে ‘তারা এবং পালক দিয়ে আটকানো উচিত’ বলে ঘোষণা করেছেন।

- ‘পুলিশের প্রতি কিছু সমর্থন’ -

এরআগে, ব্যানার এবং হাতে তৈরি চিহ্ন নিয়ে মিছিলকারীরা ‘লস অ্যাঞ্জেলেসের বাইরে অভিবাসন  এজেন্ট এবং গার্ড সৈন্যদের প্রতি ইঙ্গিত করে চিৎকার করে বলেছিল, ‘বরফ’ এবং ‘ন্যাশনাল গার্ড চলে যাও’।

শহরের একজন ছোট ব্যবসায়ী, যার সম্পত্তির ছবি বিক্ষোভের সময় গ্রাফিতি করা হয়েছিল। তিনি ট্রাম্পের কঠোর কৌশলের সমর্থক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনি এএফপি’কে বলেছেন, ‘আমি মনে করি ভাঙচুর বন্ধ করা প্রয়োজন।’ 

৪৭ বছর বয়সী কেলি ডাইমার এএফপি’কে বলেছেন অন্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ‘তারা আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদের ওপর আক্রমণ চালানোর জন্য সৈন্য পাঠানো হচ্ছে’। ‘এটি কোনো গণতন্ত্র নয়।’

লস অ্যাঞ্জেলসের পুলিশ সাম্প্রতিক দিনগুলোতে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকো এবং অন্যান্য শহরের কর্তৃপক্ষও গ্রেপ্তার করেছে।
- ‘অবিশ্বাস্যভাবে বিরল’ -

লস অ্যাঞ্জেলসের সাউথওয়েস্টার্ন ল স্কুলের অধ্যাপক এবং মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল এএফপি’কে বলেছেন  ট্রাম্পের সামরিক বাহিনীর ব্যবহার একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি ‘অবিশ্বাস্যভাবে বিরল’ পদক্ষেপ।

ন্যাশনাল গার্ড  একটি সম্পূর্ণ সুসজ্জিত রিজার্ভ সশস্ত্র বাহিনী। সাধারণত রাজ্য গভর্নরদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সাধারণত প্রাকৃতিক দুর্যোগের সময় যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের ব্যবহৃত হয়।

১৯৬৫ সাল থেকে নাগরিক অধিকার আন্দোলনের তুঙ্গে থাকাকালীন কোনো রাজ্য গভর্নরের আপত্তির কারণে কোনো প্রেসিডেন্ট কর্তৃক গার্ড মোতায়েন করা হয়নি।

মার্কিন মাটিতে মেরিনদের মতো নিয়মিত সৈন্য মোতায়েন আরো অস্বাভাবিক।

মার্কিন আইন মূলত সামরিক বাহিনীকে পুলিশ বাহিনী হিসেবে ব্যবহার নিষিদ্ধ করে। 

জল্পনা বাড়ছে যে ট্রাম্প বিদ্রোহ আইন প্রয়োগ করতে পারেন যা তাকে সারা দেশে আইন প্রয়োগের জন্য নিয়মিত সৈন্য ব্যবহার করার স্বাধীনতা দিয়েছে।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ফ্র্যাঙ্ক বোম্যান এএফপি’কে বলেফেন, ‘ট্রাম্প প্রথমে ন্যাশনাল গার্ড আনা এবং তারপর মেরিনদের একত্রিত করার ন্যায্যতা প্রমাণ করার জন্য জরুরি ঘোষণা ব্যবহার করার চেষ্টা করছেন।’ 

বোম্যান বলেছেন, ‘সন্দেহ’ হল ট্রাম্প এমন ধরনের সর্বাত্মক সংকট উস্কে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন যা পরবর্তীতে চরম পদক্ষেপ নিতে বাধ্য করবে।

তিনি বলেছেন, ‘এই ধরনের দৃশ্যপট এই ধারণাকে আরো জোরালো করে যে, একটি প্রকৃত জরুরি অবস্থা চলছে এবং আপনি জানেন, আইনসম্মত কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রকৃত বিদ্রোহ এবং এটি
তাকে আরো বেশি শক্তি প্রয়োগ শুরু করার সুযোগ দেয়।’

ক্যালিফোর্নিয়া রাজ্য গার্ড সৈন্যদের ব্যবহার বন্ধ করার জন্য মামলা করেছে এবং
নিউসম বলেছেন, তিনি মেরিন সেনা মোতায়েনের বিরুদ্ধেও মামলা করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০