রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৫৪ 

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৩৮

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : রাশিয়ার ড্রোন হামলায় বুধবার ভোরে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুইজন নিহত এবং শিশুসহ কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার পরও মস্কো হামলা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে এএফপি এই খবর জানায়।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামের এক পোস্টে বলেন, ‘আজ রাতে দুটি জেলায় রাশিয়া ইউএভি (ড্রোন) দিয়ে সতেরোটি হামলা চালিয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘রাশিয়ার হামলায় ৩৭ জন আহত হয়েছেন। হামলায় আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।’

এদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাশিয়ার হামলায় আট শিশু আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোকে তিন বছরের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ইউক্রেনে বোমা হামলা বাড়িয়েছে।

অপরদিকে, কিয়েভ রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে।

মঙ্গলবার রাতভর ৩০০ টিরও বেশি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি কিয়েভের পশ্চিমা মিত্রদের ‘কঠোর পদক্ষেপ’  গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি লিখেছেন, রাশিয়াকে শান্তিতে ফিরে আসতে বাধ্য করার ক্ষমতা আমেরিকার রয়েছে। ইউরোপকে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই’।

গত সপ্তাহে তুরস্কে শান্তি আলোচনায়, সংঘাতের অবসানের দিকে কোনও অগ্রগতি হয়নি। রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনকে তার ভূখণ্ড ছেড়ে ন্যাটোতে যোগদানের দাবি জানিয়েছে।

তবে উভয় পক্ষ  এক হাজারেরও বেশি যুদ্ধবন্দি বিনিময় ও সৈন্যদের মৃতদেহ হস্তান্তরে সম্মত হয়েছে, সোমবার ও মঙ্গলবার বন্দী সৈন্য বিনিময় করা হবে বলে জানা গেছে।
 - বন্দী বিনিময় -

রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত খারকিভে, গত সপ্তাহে রাতে বড় বড় হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। 

মেয়র তেরেখভ বলেন, বুধবারের হামলায় স্লোবিডস্কি জেলার একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে ও অসনোভিয়ানস্কি জেলার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে হয়তো মানুষ আটকা পড়ে থাকতে পারে’।

শনিবার রাশিয়া শহরটিতে হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটে। এ হামলাকে তেরেখভ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খারকিভের ওপর সবচেয়ে শক্তিশালী আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

শনিবার বিকেলে শহরটিতে রাতভর বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালানো হয়। এতে বোমার আঘাতে চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

ইউক্রেনও রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা বৃদ্ধি করেছে।

গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, মঙ্গলবার, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ড্রোন হামলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় এবং হামলায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। 

তা সত্ত্বেও, মঙ্গলবার উভয় পক্ষ দ্বিতীয়বারের মতো যুদ্ধবন্দি বিনিময় করেছে।

এই চুক্তিতে ২৫ বছরের কম বয়সী সকল বন্দী সৈন্য ও অসুস্থ বা গুরুতর আহতদের মুক্তি দেওয়া হবে, যদিও কোনও পক্ষই এখনো যুদ্ধে জড়িত সৈন্য সংখ্যা নির্দিষ্ট করেনি।

তবে  জেলেনস্কি বলেছেন, বর্তমান রাশিয়ান প্রতিনিধিদলের সাথে আরো আলোচনা করা ‘অর্থহীন’। কারণ তারা যুদ্ধবিরতিতে একমত হতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০