ফ্লোরিডায় দোষী সাব্যস্ত দুই বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর 

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:৩৭

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মঙ্গলবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে এক অপরাধীর ও একইদিনে বান্ধবী হত্যার দায়ে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে আলাবামার এক অপরাধীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

মিয়ামি থেকে এএফপি জানায়, ৬৫ বছর বয়সী গ্রেগরি হান্টকে আলাবামার অ্যাটমোরে রাজ্যে কারাগারে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে মৃত ঘোষণা করা হয়।

নাইট্রোজেন হাইপোক্সিয়া প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এই নিয়ে দক্ষিণ আমেরিকার এই রাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করাকে জাতিসংঘের বিশেষজ্ঞরা নিষ্ঠুর এবং অমানবিক বলে নিন্দা করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যও এই পদ্ধতি ব্যবহার করে।

১৯৮৮ সালে ৩২ বছর বয়সী কারেন লেনে-কে ধর্ষণ ও হত্যার জন্য হান্টকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কারেন লেনের সাথে তার এক মাসের প্রেম ছিল।

ফ্লোরিডায়, ৫৪ বছর বয়সী অ্যান্থনি ওয়েনরাইটকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসিটি দেওয়া হয় ফ্লোরিডার রাইফোর্ডে রাজ্য কারাগারে।

ওয়েনরাইট ১৯৯৪ সালে, ২৩ বছর বয়সী নার্সিং ছাত্রী ও দুই ছোট সন্তানের মা কারমেন গেহার্টকে ধর্ষণ ও হত্যার জন্য দোষী সাব্যস্ত হন।

ওয়েনরাইট ও তার সহযোগী রিচার্ড হ্যামিলটন উত্তর ক্যারোলিনার একটি কারাগার থেকে পালানোর তিন দিন পর গেহার্ট নামের এক নারীকে অপহরণ করে।

এই হত্যাকাণ্ডের জন্য হ্যামিলটনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি কারাগারেই মারা যান।

এই সপ্তাহে তৃতীয় মৃত্যুদণ্ড বৃহস্পতিবার ওকলাহোমায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯৯৯ সালে ৭৭ বছর বয়সী মেরি বোলসকে অপহরণ ও হত্যার জন্য ৬১ বছর বয়সী জন হ্যানসনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

ক্ষমা প্রার্থনার শুনানির সময় হ্যানসনের অধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এক বিচারক তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত রেখেছেন।

ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল জেন্টনার ড্রামন্ড মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি আপিল আদালতকে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

এ সপ্তাহে চতুর্থ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দক্ষিণ ক্যারোলিনায়। ৫৭ বছর বয়সী স্টিফেন স্ট্যাঙ্কো-কে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

স্ট্যাঙ্কো ২০০৫ সালে তার ৪৩ বছর বয়সী প্রেমিকা লরা লিং ও ৭৪ বছর বয়সী বন্ধু হেনরি টার্নারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ২১টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এর মধ্যে ১৬টি প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে, দুটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ও তিনটি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০