কলম্বিয়ায় বন্দুক হামলায় নিহত ৭

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০৪

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একযোগে চালানো ২৪টি বোমা ও গুলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। এই সহিংসতায় গোটা দেশ কেঁপে উঠেছে। এতে দেশটিতে আগেই চলতে থাকা নিরাপত্তা সংকট আরো বেড়ে গেছে।

কলম্বিয়ার ক্যালি থেকে এএফপি জানায়, হামলাকারীরা দেশের তৃতীয় বৃহত্তম শহর ক্যালি ও আশেপাশের বেশ কয়েকটি শহরে পুলিশ পোস্ট, পৌর ভবন ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

জাতীয় পুলিশ প্রধান কার্লোস ফার্নান্দো ট্রিয়ানা বলেছেন, ‘হামলাকারীরা স্থানীয় গেরিলা গোষ্ঠী বলে সন্দেহ করা হচ্ছে। তারা  গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল ফায়ার ও একটি সন্দেহভাজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, হামলায় সাত পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত ও ২৮ জন আহত হয়েছেন। 
ক্যালি, ভিলা রিকা, গুয়াচিনতে ও কোরিন্তো শহরগুলোতে এএফপি সংবাদকর্মীরা গাড়িবোমার ধ্বংসস্তূপ লক্ষ্য করেছেন। সেখানে পুড়ে ছাই হওয়া ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবনও দেখা গেছে।

বোগোটা শহরে প্রেসিডেন্ট প্রার্থীর ওপর ভয়াবহ হত্যাচেষ্টার কয়েকদিন পরই এই হামলার ঘটনা ঘটল। ওই হত্যা চেষ্টা সারা দেশকে বিচলিত করে তুলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি বলেছেন, সরকার সিনেটর মিগুয়েল উরিবের ওপর হামলায় সম্ভাব্য গেরিলা জড়িত থাকার প্রাথমিক ‘প্রমাণ’ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০