কলম্বিয়ায় বন্দুক হামলায় নিহত ৭

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০৪

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একযোগে চালানো ২৪টি বোমা ও গুলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। এই সহিংসতায় গোটা দেশ কেঁপে উঠেছে। এতে দেশটিতে আগেই চলতে থাকা নিরাপত্তা সংকট আরো বেড়ে গেছে।

কলম্বিয়ার ক্যালি থেকে এএফপি জানায়, হামলাকারীরা দেশের তৃতীয় বৃহত্তম শহর ক্যালি ও আশেপাশের বেশ কয়েকটি শহরে পুলিশ পোস্ট, পৌর ভবন ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

জাতীয় পুলিশ প্রধান কার্লোস ফার্নান্দো ট্রিয়ানা বলেছেন, ‘হামলাকারীরা স্থানীয় গেরিলা গোষ্ঠী বলে সন্দেহ করা হচ্ছে। তারা  গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল ফায়ার ও একটি সন্দেহভাজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, হামলায় সাত পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত ও ২৮ জন আহত হয়েছেন। 
ক্যালি, ভিলা রিকা, গুয়াচিনতে ও কোরিন্তো শহরগুলোতে এএফপি সংবাদকর্মীরা গাড়িবোমার ধ্বংসস্তূপ লক্ষ্য করেছেন। সেখানে পুড়ে ছাই হওয়া ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবনও দেখা গেছে।

বোগোটা শহরে প্রেসিডেন্ট প্রার্থীর ওপর ভয়াবহ হত্যাচেষ্টার কয়েকদিন পরই এই হামলার ঘটনা ঘটল। ওই হত্যা চেষ্টা সারা দেশকে বিচলিত করে তুলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি বলেছেন, সরকার সিনেটর মিগুয়েল উরিবের ওপর হামলায় সম্ভাব্য গেরিলা জড়িত থাকার প্রাথমিক ‘প্রমাণ’ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০