ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও মুনাফা বৃদ্ধির খবর দিল জারার মালিক ইন্ডিটেক্স

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৫:১৫

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : বিশ্বের বৃহত্তম ফ্যাশন খুচরা বিক্রেতা জারার মালিক ইন্ডিটেক্স বুধবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও তাদের প্রথম প্রান্তিকে নিট মুনাফা সামান্য বৃদ্ধি পেয়েছে।

মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

স্প্যানিশ ভিত্তিক গ্রুপটি যাদের অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে ম্যাসিমো দুত্তি, বার্ষকা এবং পুল অ্যান্ড বেয়ার জানিয়েছে, এপ্রিল ৩০ শেষ হওয়া তিন মাসে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ইউরো (১.১ বিলিয়ন মার্কিন ডলার)। যা আগের বছরের তুলনায় ০.৮ শতাংশ বেশি।

এটি প্রথম প্রান্তিকের জন্য একটি নতুন রেকর্ড এবং ফ্যাক্টসেট ফিনান্সিয়াল ডেটা ফার্মের জরিপে বিশ্লেষকদের গড় পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে, কোভিড-১৯ পরবর্তী সময়ে ইন্ডিটেক্স যে দ্রুত গতির মুনাফা বৃদ্ধির দৃষ্টান্ত ছিল। তার তুলনায় এই বৃদ্ধি কিছুটা কম।

এই সময়কালে বিক্রি ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.২৭ বিলিয়ন ইউরোতে। যদিও ফ্যাক্টসেটের পূর্বাভাস ছিল ৮.৩৭ বিলিয়ন ইউরো। সাধারণত এই সময়টা পোশাক খাতে অপেক্ষাকৃত মন্থর।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিটেক্স আমাদের দলের সৃজনশীলতা এবং পুরোপুরি সমন্বিত ব্যবসায়িক মডেলের দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী কার্যকরী পারফরম্যান্স বজায় রেখেছে।

বিশ্বব্যাপী দেশ ও কোম্পানিগুলোকে ট্রাম্পের শুল্ক আরোপের স্রোত মোকাবিলা করতে হচ্ছে। যা শুরু হয়েছিল ২ এপ্রিল।

মার্কিন প্রেসিডেন্ট বিশ্বজুড়ে আমদানি করা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নসহ ডজনখানেক দেশের ওপর আরো বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

এই বাণিজ্য যুদ্ধ বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা সৃষ্টি করেছে। তবুও ইন্ডিটেক্স ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। তারা বলেছে, আমরা দৃঢ় প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০