জোর করে নৌকা থেকে নামাতে গিয়ে ৮ অভিবাসী নিহত : আইওএম

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৩৭

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : লোহিত সাগরে পাচারকারীরা অভিবাসীদের নৌকা থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে আটজন নিহত এবং ২২ জন নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। 

আদ্দিস আবাবা থেকে এএফপি এ খবর জানায়।

গত বৃহস্পতিবার চোরাকারবারিরা নৌকাটি থামিয়ে দেওয়ার সময় নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। পাচারকারীরা তাদের যাত্রার মাঝপথে নামিয়ে দেয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘যাত্রীদের জোরপূর্বক সাতার কাটতে সাগরে নোমিয়ে দেওয়া হয়েছিল।

চোরাকারবারিরা কেন দলটিকে নামিয়ে দিতে বাধ্য করেছিল তা স্পষ্ট নয়।

প্রতি বছর হাজার হাজার আফ্রিকান অভিবাসী জিবুতি থেকে ইয়েমেন পর্যন্ত লোহিত সাগর পেরিয়ে ‘পূর্ব রুট’ ব্যবহার করে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর আশায় সাহস করে আদম ব্যবসায়ীদের কবলে পড়ে যাত্রা করে। 

গত বছর আইওএম এই পথে কমপক্ষে ৫৫৮ জন নিহতের রেকর্ড করেছে। যার মধ্যে ৪৬২ জন জাহাজ ডুবিতে মারা গেছেন।

আইওএম জানিয়েছে, গত সপ্তাহের ঘটনার অন্তত পাঁচটি মৃতদেহ জিবুতির উপকূলে ভেসে ভেসে তীরে আসে।

পূর্ব হর্ন এবং দক্ষিণ আফ্রিকার আইওএম আঞ্চলিক পরিচালক ফ্রান্টজ সেলেস্টিন বলেছেন, ‘এই তরুণদের প্রতি মানব জাতি হিসেবে চোরাকারবারিরা কোনো শ্রদ্ধা না দেখিয়ে তাদের পছন্দের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।’ 

সেলেস্টিন আরো বলেছেন, ‘সমুদ্রে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণ একটি ট্র্যাজেডি যা কখনই ঘটতে পারে না।’ 

আইওএম-এর মতে, ২০২৪ সালে ‘অযোগ্য নৌকা ব্যবহার, জাহাজের ভিড়, খারাপ সামুদ্রিক পরিস্থিতিতে চলাচল এবং চোরাকারবারিরা মানুষকে সমুদ্রে নামতে বাধ্য করার কারণে ছয়টি বড় জাহাজডুবির ঘটনা ঘটে।’

আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্রতম দেশ এবং এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের কবলে থাকা এই দেশটির লোকজন উন্নত জীবনের আশায় ইয়েমেনে পৌঁছানোর পর অভিবাসীরা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য অন্যান্য হুমকির সম্মুখীন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০