বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল মে

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৪৫

ঢাকা, ১২ জুন,২০২৫ (বাসস) : বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল ২০২৫ সালের মে। এ মাসে উত্তর-পশ্চিম ইউরোপে ব্যতিক্রমী শুষ্ক বসন্ত দেখা গেছে। যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ সাম্প্রতিক মাসগুলোতে হালকা খরার কবলে পড়েছে। এই গ্রীষ্মে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে পানির তীব্র সংকট দেখা দেবে। কৃষকরা বলেছেন, সময়মতো বৃষ্টি না হলে নষ্ট হবে ফসল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) প্রকাশিত নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, সিথ্রিএসের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫৩ ডিগ্রি বেশি। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত যে গড় তাপমাত্রা ছিল, মে মাসে গড় তাপমাত্রা তার চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর মানে প্রাক-শিল্প যুগ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বেশি ছিল।

সিথ্রিএসের ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের (ইসিএমডব্লিউএফ) পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, ‘মে মাস আগের অনেক রেকর্ড ভেঙেছে। প্রাক-শিল্প যুগ থেকে এ মাসের গড় তাপমাত্রা বেশি ছিল দেড় ডিগ্রি। আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারি।’

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য ছিল, বিশ্বের গড় উষ্ণতা প্রাক-শিল্প যুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা। এক বা দুই দশক ধরে পরিমাপ করে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কোনো এক বছরে তাপমাত্রা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়াকে লক্ষ্য শেষ হওয়া বলা যাবে না। তবে ক্রমশই জলবায়ুর অবস্থার অবনতি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০