ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:১৮

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। নাগরিক অধিকার, পুলিশি সহিংসতা এবং প্রেসিডেন্টের অভিবাসন ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ অন্তত এক ডজন বড় শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক অধিকার খর্ব এবং শান্তিপূর্ণ মতপ্রকাশ দমন করার অভিযোগ তোলে।

ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে হুঁশিয়ার করে বলেন, 'যদি বিক্ষোভকারীরা সহিংসতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' সেনাবাহিনী মোতায়েনেরও ইঙ্গিত দেন তিনি।

তবে আন্দোলনকারীরা এই হুমকিকে প্রত্যাখ্যান করে রাস্তায় থাকার ঘোষণা দেয়। নিউইয়র্কের এক বিক্ষোভকারী বলেন, 'আমরা ভয় পাই না। এটাই আমাদের প্রতিবাদের সময়।'

বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি।

মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলছে, মতপ্রকাশের অধিকার একটি সাংবিধানিক গ্যারান্টি, এবং তা দমন করা কর্তৃত্ববাদী প্রবণতার লক্ষণ।

ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র অবশ্য দাবি করেছেন, 'বিক্ষোভকারীরা যদি শান্তিপূর্ণ থাকে, তবে তাদের অধিকার রক্ষা করা হবে। কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।'

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০