যুক্তরাষ্ট্রে আবাসিক ভিসার ওয়েবসাইট চালুর ঘোষণা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০৭

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার তার পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন আবাসিক ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ‘গোল্ডেন ভিসা’র জন্য অপেক্ষমাণ তালিকায় নাম লেখানোর সুযোগ এখন ঞৎঁসঢ়ঈধৎফ.মড়া-এ উন্মুক্ত করা হয়েছে।ওয়াশিংটন  থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেছেন, ‘হাজার হাজার মানুষ ফোন করে জানতে চাইছে কীভাবে তারা সুন্দর একটি পথ ধরে বিশ্বের সেরা দেশ এবং বাজারে প্রবেশাধিকার পেতে পারে।

এপ্রিল মাসে এয়ার ফোর্স ওয়ান-এ প্রথম এই ভিসাটির নাম ঘোষণার সময় তিনি একটি স্বর্ণের প্রোটোটাইপ প্রদর্শন করেন, যেখানে তার মুখের ছবি ছিল। তখন তিনি বলেছিলেন, এই বিশেষ পারমিট ‘দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই’ পাওয়া যেতে পারে।

ভিসাগুলো এখনো চালু হয়নি, তবে বুধবার চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহীরা তাদের নাম, কাঙ্ক্ষিত ভিসা এবং ইমেইল ঠিকানা জমা দিতে পারছেন। সাইটে একটি হেডার রয়েছে যেখানে লেখা আছে ‘ট্রাম্প কার্ড আসছে’।

ট্রাম্প পূর্বে বলেছিলেন, এই নতুন ভিসাটি প্রচলিত গ্রিন কার্ডের একটি উচ্চমূল্যের সংস্করণ, যা উদ্যোক্তাদের আকৃষ্ট করবে এবং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঘাটতি কমাতেও সহায়ক হতে পারে।

এই ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হয়েছে, যা ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের সৃষ্টি করেছে। একইসঙ্গে ট্রাম্প প্রশাসন তার কড়া অভিবাসন নীতির কারণে একাধিক মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি।

ট্রাম্প আরো বলেছেন, এই নতুন কার্ডটি বহুল আকাঙ্ক্ষিত মার্কিন নাগরিকত্বের একটি সম্ভাব্য পথ হতে পারে। ফেব্রুয়ারিতে তিনি জানান, তার প্রশাসনের লক্ষ্য ‘হয়তো দশ লক্ষ’ ট্রাম্প কার্ড বিক্রি করা। এমনকি রাশিয়ান অভিজাতরাও এই ভিসার জন্য যোগ্য হতে পারেন, সে সম্ভাবনাও তিনি অস্বীকার করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০