ইসরাইলি হামলার গোপন তথ্য ফাঁস : সিআইএ বিশ্লেষকের ৩৭ মাসের জেল

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:৩৪

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : ইরানের ওপর ইসরাইলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলা বিষয়ক মার্কিন ‘টপ সিক্রেট’ নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক ‘সিআইএ’ বিশ্লেষক আসিফ রহমানকে তিন বছর এক মাসের (৩৭ মাস) কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। 

৩৪ বছর বয়সী আসিফ রহমান ২০১৬ সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-তে কাজ করছিলেন এবং তার ছিল ‘টপ সিক্রেট’ নিরাপত্তা ছাড়পত্র। এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করে।

চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য, ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রাখার ও অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দোষ স্বীকার করেন। এসব অপরাধে তার সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারত।

ঘটনার পেছনের প্রেক্ষাপট- হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে ইরান গত ১ অক্টোবর, ইসরাইলে প্রায় ২শ’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এরপর অক্টোবরের শেষদিকে ইসরাইলও ইরানে পাল্টা সামরিক হামলা চালায়।
 
আদালতের নথি অনুসারে, ১৭ অক্টোবর আসিফ দু’টি ‘টপ সিক্রেট’ নথি প্রিন্ট করেন। নথিগুলো ছিল ‘যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্রদেশটির শত্রুর বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা’।

এরপর আসিফ সেগুলোর ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে উৎস গোপন রাখার চেষ্টা করেন। তারপর সেই নথিগুলো তিনি এমন কিছু ব্যক্তিদের পাঠান যাদের সেগুলো দেখার অনুমতি ছিল না। সবশেষে অফিসেই কাগজগুলো কেটে ফেলেন।

এই নথিগুলো পরে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামে টেলিগ্রামের একটি অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এতে ইরানের ওপর সম্ভাব্য ইসরাইলি হামলার প্রস্তুতির তথ্য ছিল। তবে ইরানের কোথায় হামলা হবে সে বিষয়ে নথিতে কোনো তথ্য ছিল না

এদিকে, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, এসব নথি ন্যাশনাল জিওস্পাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) তৈরি করেছিল। সেখানে ইসরাইলের একটি বিমানঘাঁটিতে বিমান চালনা অনুশীলন ও অস্ত্রসরবরাহ বিষয়ক তথ্য ছিল।

এই ফাঁসের কারণে ইসরাইল তাদের পাল্টা হামলা কিছুটা দেরিতে চালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০