ইরানের পাল্টা হামলার ব্যাপারে সতর্ক করলেন ইসরাইলি সেনাপ্রধান

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫১
ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির বলেছেন, শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক বাহিনীর হামলা ‘পুরোপুরি সফল’ নাও হতে পারে। তিনি নাগরিকদের ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাপ্রধান, ইরানের ওপর হামলাকে ‘অন্যান্য যেকোনো অভিযানের মতো ঐতিহাসিক অভিযান’ বলে অভিহিত করে বলেন, ‘আমি সম্পূর্ণ সফলতার প্রতিশ্রুতি দিচ্ছি  না। ইরানি সরকার প্রতিশোধ হিসেবে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করবে, যে ধরণের ক্ষতির আশংকা করছি পরিস্থিতি তার চেয়ে ভিন্ন হতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরাইল একটি ‘ সংকটময় সময়’ পার করছে।

কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইল রাষ্ট্র ও ইহুদি জনগণের ইতিহাসে এটি একটি মহাগুরুত্বপূর্ণ মুহূর্ত’। 

ইরান ইসরাইলকে ধ্বংস করার স্বপ্ন বাস্তবায়নে এখন আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। 

তিনি আরো বলেন, ‘আমরা এখন একটি সংকটজনক পর্যায়ে আছি। যদি আমরা এই সুযোগ হারাই, তাহলে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনে কোন বাধা থাকবে না। এটি এখন আমাদের অস্থিত্বের লড়াই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০