মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:১০

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যাম এক্স-এর এক পোস্টে বলেছে,  ‘তাদের বাহিনী ‘উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি নির্ভুল বিমান হামলা চালিয়ে সিরিয়া-ভিত্তিক আইএসআইএস বা আইএসের কর্মকর্তা রাখিম বোয়েভকে হত্যা করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, বোয়েভ এমন হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন, যা মার্কিন নাগরিক, আমাদের বন্ধু দেশ ও বেসামরিক জনগণের জন্য বিপদ হতে পারে।

পোস্টে সংযুক্ত থাকা ছবিতে দেখা গেছে একটি  গাড়ির  জানালা ও ছাদ ভেঙে ফেলা হয়েছে।

এএফপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আলাদা আলাদা ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলা দুটি হয়েছিল একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর। এই ঘটনা ঘটেছে সিরিয়ার উত্তরে, যেখানে ইসলামি প্রাক্তন বিদ্রোহীরা এখন সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

সেন্টকম ঘটনাগুলির সাথে সম্পর্কিত কিনা তা নিশ্চিত করার জন্য ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেওয়া হয়নি।

ইদলিব অঞ্চলে জোড়া ড্রোন হামলা মার্কিন নেতৃত্বাধীন জোটের অতীতে জিহাদিদের ওপর হামলার প্রতিফলন।

গত মাসে রিয়াদে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আহমেদ আল-শারাকে আইএসের পুনরুত্থান রোধে ওয়াশিংটনকে সহায়তা করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০