মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:১০

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যাম এক্স-এর এক পোস্টে বলেছে,  ‘তাদের বাহিনী ‘উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি নির্ভুল বিমান হামলা চালিয়ে সিরিয়া-ভিত্তিক আইএসআইএস বা আইএসের কর্মকর্তা রাখিম বোয়েভকে হত্যা করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, বোয়েভ এমন হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন, যা মার্কিন নাগরিক, আমাদের বন্ধু দেশ ও বেসামরিক জনগণের জন্য বিপদ হতে পারে।

পোস্টে সংযুক্ত থাকা ছবিতে দেখা গেছে একটি  গাড়ির  জানালা ও ছাদ ভেঙে ফেলা হয়েছে।

এএফপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আলাদা আলাদা ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলা দুটি হয়েছিল একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর। এই ঘটনা ঘটেছে সিরিয়ার উত্তরে, যেখানে ইসলামি প্রাক্তন বিদ্রোহীরা এখন সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

সেন্টকম ঘটনাগুলির সাথে সম্পর্কিত কিনা তা নিশ্চিত করার জন্য ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেওয়া হয়নি।

ইদলিব অঞ্চলে জোড়া ড্রোন হামলা মার্কিন নেতৃত্বাধীন জোটের অতীতে জিহাদিদের ওপর হামলার প্রতিফলন।

গত মাসে রিয়াদে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আহমেদ আল-শারাকে আইএসের পুনরুত্থান রোধে ওয়াশিংটনকে সহায়তা করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০