মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:১০

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যাম এক্স-এর এক পোস্টে বলেছে,  ‘তাদের বাহিনী ‘উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি নির্ভুল বিমান হামলা চালিয়ে সিরিয়া-ভিত্তিক আইএসআইএস বা আইএসের কর্মকর্তা রাখিম বোয়েভকে হত্যা করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, বোয়েভ এমন হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন, যা মার্কিন নাগরিক, আমাদের বন্ধু দেশ ও বেসামরিক জনগণের জন্য বিপদ হতে পারে।

পোস্টে সংযুক্ত থাকা ছবিতে দেখা গেছে একটি  গাড়ির  জানালা ও ছাদ ভেঙে ফেলা হয়েছে।

এএফপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আলাদা আলাদা ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলা দুটি হয়েছিল একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর। এই ঘটনা ঘটেছে সিরিয়ার উত্তরে, যেখানে ইসলামি প্রাক্তন বিদ্রোহীরা এখন সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

সেন্টকম ঘটনাগুলির সাথে সম্পর্কিত কিনা তা নিশ্চিত করার জন্য ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেওয়া হয়নি।

ইদলিব অঞ্চলে জোড়া ড্রোন হামলা মার্কিন নেতৃত্বাধীন জোটের অতীতে জিহাদিদের ওপর হামলার প্রতিফলন।

গত মাসে রিয়াদে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আহমেদ আল-শারাকে আইএসের পুনরুত্থান রোধে ওয়াশিংটনকে সহায়তা করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০