ধসে পড়া ডোমিনিকান নাইটক্লাবের মালিকদের গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:৩৭

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রসিকিউটররা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা একটি নাইটক্লাবের মালিকদের গ্রেফতার করেছেন। গত এপ্রিলে ওই নাইটক্লাবটি ধসে পড়ে ২৩৬ জন মানুষ মারা গিয়েছিল। মালিকদের বিরুদ্ধে অভিযোগ বলা হয়েছে,তাদের অবহেলার কারণেই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে।

সান্তো ডোমিঙ্গো থেকে এএফপি জানায়, গত ৮ এপ্রিল ভোরে মেরেঙ্গু তারকা রুবি পেরেজের একটি কনসার্টের সময় ‘জেট সেট’ ক্লাবের ছাদ ধসের ঘটনায় আন্তোনিও এসপাইলাত ও তার বোন মারিবেল এসপাইলাতকে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনাটি মধ্য আমেরিকার এই দেশটিতে গত কয়েক দশকের মধ্যে ঘটা সবচেয়ে বড় ঘটনা। ৬৯ বছর বয়সী পেরেজ ছিলেন ওই ভয়াবহ দুর্ঘটনার শিকারদের একজন। এই দুর্ঘটনায় দুইজন অবসরপ্রাপ্ত মেজর লীগ বেসবল খেলোয়াড় ও একজন প্রাদেশিক গভর্নরও মারা গেছেন।

৫৯ বছর বয়সী ব্যবসায়ী আন্তোনিও এসপাইলাত বলেছিলেন, বহুতল ভবনের ছাদটি বছরের পর বছর ধরে ফুটো হয়ে আসছিল কিন্তু কখনও এটি সরকারি দায়িত্ব প্রাপ্তদের নজরে আসেনি।

ছাদ মেরামত করতে ব্যর্থ হওয়ার জন্য প্রসিকিউটরের কার্যালয় তাকে ও তার বোনকে ‘অত্যন্ত দায়িত্বহীনতা এবং অবহেলার’ জন্য অভিযুক্ত করেছে।

ডোমিনিকান প্রজাতন্ত্রে ব্যক্তিগত মালিকানাধীন ভবনগুলোতে নিরাপত্তা পরিদর্শনের জন্য বাধ্যবাধকতামূলক কোনও আইন নেই।

দুর্ঘটনার পর, প্রেসিডেন্ট লুইস আবিনাদার বলেছেন, ‘সরকার ভবন পরিদর্শন বাধ্যতামূলক করার জন্য একটি আইন তৈরি করছে।’

এসপাইলাত পরিবারের একটি মিডিয়া গ্রুপ ও একটি রেস্তোরাঁর পাশাপাশি জেট সেটেরও মালিকানা রয়েছে।

ভুক্তভোগীদের আত্মীয়দের দায়ের করা ৫০ টিরও বেশি মামলা তাদেরকে টার্গেটে পরিণত করেছে।

এসপাইলাত পরিবার তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০