ইরানে হামলার বিষয় ট্রাম্প আগে থেকেই জানতেন : ফক্স নিউজ

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:৪৩ আপডেট: : ১৩ জুন ২০২৫, ১৪:১৯

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ’কে বলেছেন, তিনি আগে থেকেই জানতেন যে, ইসরাইল ইরানে হামলা চালাতে যাচ্ছে এবং জোর দিয়ে বলেছেন, তেহরানের ‘পরমাণু বোমা থাকতে পারে না।’ মার্কিন সম্প্রচার কর্তৃপক্ষ ফক্স নিউজ এ কথা জানিয়েছে। 
 
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

শুক্রবার ইসরাইল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে পরমাণু ও সামরিক স্থাপনাসহ ১শ’টি স্থাপনায় আঘাত হানার পর ফক্সকে দেয়া তার মন্তব্য প্রকাশ হলো।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নাতানজের পরমাণু স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল। অন্যদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ট্রাম্প ‘ফক্স নিউজ’কে বলেছেন, ইসরাইলের অভিযানের আগে থেকেই তাকে অবহিত করা হয়েছিল।

ফক্স নিউজের মতে ট্রাম্প বলেছেন, ‘ইরানের পরমাণু বোমা থাকতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা দেখব।’

ফক্স নিউজ আরো জানিয়েছে, ‘ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান প্রতিশোধ নিলে আমেরিকা নিজেকে এবং ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত।’

এতে আরো বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের অন্তত একজন গুরুত্বপূর্ণ মিত্রের সাথে যোগাযোগ করে স্বীকার করেছে, এই হামলা হতে চলেছে কিন্তু আবারো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল না।

বৃহস্পতিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নয় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা।’

তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ‘ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের টার্গেট করা উচিত নয়।’

শুক্রবার সকালে ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
১০