বোমা হামলার হুমকি পেয়ে থাই বিমানবন্দরে ফেরত গেল এয়ার ইন্ডিয়ার বিমান

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৮:০২

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের ফুকেট দ্বীপ থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানবন্দরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করেছে।

থাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ভেতরে বোমা হামলার হুমকি সংবলিত একটি বার্তা লেখা ছিল। তাই ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভারতের আহমেদাবাদ শহরে বিধ্বস্ত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল। আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন।

ফুকেট বিমানবন্দরের ফেসবুক পেজে বলা হয়েছে, এয়ারবাস এ৩২০ এর পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণে রেডিওতে একটি বোমা হামলার হুমকির বার্তা পেয়েছেন।

ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মনচাই তানোদে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিমানের বাথরুমের ভেতরে বোমা হামলার হুমকি সংবলিত একটি লেখা পেয়েছি। পাইলট বিষয়টি নিয়ন্ত্রণ টাওয়ারকে অবহিত করেন এবং একাধিকবার চক্কর দেওয়ার পর ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

মনচাই তানোদে বলেন, পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। কিন্তু বার্তাটি কে লিখেছে, তা এখনও শনাক্ত করতে পারেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‌্যাডার২৪ এ দেখানো হয়েছে, ফুকেট ফ্লাইটটি উড্ডয়নের পরপরই আন্দামান সাগরের ওপর দিয়ে ইউ-টার্ন নেয় এবং অবতরণের আগে দ্বীপের উপকূলে একাধিকবার চক্কর দেয়।

ওয়েবসাইটে দেখা যায়, ফ্লাইটটি অবশেষে নির্ধারিত সময়ের সাত ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় বিকাল ৪ টা ২৮ মিনিটে পুনরায় উড্ডয়ন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০