ইউক্রেনীয় শরণার্থীদের সুরক্ষার মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাড়াল ইইউ

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২১:১০

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস): রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা ইউক্রেনীয় শরণার্থীদের অস্থায়ী সুরক্ষার মেয়াদ এক বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ফলে ইউক্রেনীয় শরণার্থীরা ২০২৭ সালের মার্চ পর্যন্ত এসব দেশে থাকতে পারবেন।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়নজুড়ে প্রায় ৪৩ লাখ মানুষ ইউক্রেনীয় শরণার্থী হিসেবে নিবন্ধিত। এর মধ্যে জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সবচেয়ে বেশি জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী টমাস সিমোনিয়াক বলেন, রাশিয়া যখন ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন ইইউ ইউক্রেনীয়দের সংহতি প্রদর্শন করে চলেছে। আমরা আরও এক বছরের জন্য লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীদের সুরক্ষা প্রদান অব্যাহত রাখব।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তার প্রতিবেশী দেশে পূর্ণ মাত্রায় হামলার পর থেকে ২৭টি দেশের ব্লক ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয়দের অস্থায়ী সুরক্ষা প্রদান করে। বেশ কয়েকটি পরিবর্তনের পর এই পদক্ষেপের মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা ছিল। এটি এখন ২০২৭ সালের ৪ মার্চ পর্যন্ত বাড়ানো হবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নীতিনির্ধারক সংস্থা- ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই পদক্ষেপকে শুক্রবার কাউন্সিল লুক্সেমবার্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ‘সর্বসম্মত সমর্থন’ দিয়েছে।

মন্ত্রীরা এ ব্যবস্থার অবসানের প্রস্তুতি নিয়েও বিতর্ক শুরু করেছেন। তারা মনে করছেন, কিছু ইউক্রেনীয় তাদের দেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে, তবে অন্যরা ব্লকে থাকার অধিকার চাইতে পারে।

সিমোনিয়াক বলেন, পোলিশ প্রেসিডেন্সি একটি ন্যায়সঙ্গত শান্তি অর্জনের পরে অস্থায়ী সুরক্ষা পর্যায়ক্রমে বাতিল করার কৌশল নিয়েও আলোচনা শুরু করেছেন।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে আমরা এই ক্ষেত্রে ইইউজুড়ে সমাধানের দিকে কাজ করব, যার মধ্যে ইউক্রেনে প্রত্যাবর্তনের প্রেক্ষাপটও অন্তর্ভুক্ত থাকবে।

অস্থায়ী সুরক্ষার সুবিধাভোগী ব্যক্তিরা ইইউজুড়ে অভিন্ন অধিকার ভোগ করছে। এর মধ্যে রয়েছে- আবাসিক অনুমতি, শ্রমবাজার ও আবাসন, চিকিৎসা সহায়তা, সামাজিক কল্যাণ এবং শিক্ষার সুযোগ।

যুদ্ধের  প্রাথমিক পর্যায়ে ইইউ দেশগুলো লাখ লাখ ইউক্রেনীয়কে উন্মুক্তভাবে স্বাগত জানায়। কিন্তু ধীরে ধীরে কিছু দেশে উদ্বেগ দেখা দেয়। কেননা তিন বছরেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামছে না।

কিয়েভের একনিষ্ঠ সমর্থক পোল্যান্ড দশ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সম্প্রতি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট তাদের সুযোগ-সুবিধা কমানোর কথা বলেছেন।

প্রায় ১২ লাখ ইউক্রেনীয় শরণার্থীর বৃহত্তম একক আশ্রয়দাতা দেশ জার্মানি অভিবাসনের ওপর জাতীয় মনোভাব কঠিন করে সুযোগ-সুবিধা কমানোর কথাও বিবেচনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০