ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে : নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মাখোঁ

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২২:১৮

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার বলেন, আত্মরক্ষা নিশ্চিত করার অধিকার ইসরাইলের রয়েছে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপও করেছেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। তবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

সম্প্রতি গাজা অবরোধ ও ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পরিকল্পনাকে কেন্দ্র করে মাখোঁ ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

বৃহস্পতিবার রাতে ইসরাইল ইরানের ওপর শতাধিক বিমান হামলা চালায়। এতে ইরানের সেনা প্রধানসহ বহু সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়।

হামলার পর মাখোঁ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের সঙ্গেও কথা বলেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিন-ইসরাইল ‘দুই রাষ্ট্র সমাধান’ ঘিরে অনুষ্ঠেয় এক জাতিসংঘ সম্মেলনের জন্য ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার এই বিষয়ে মাখোঁর বক্তব্য রাখার কথা থাকলেও তা বাতিল করা হয়। তিনি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানানো হয়েছে।

এর আগে, মাখোঁ এক্স-এ দেওয়া বার্তায় বলেন, ‘ইসরাইলের নিজের নিরাপত্তা নিশ্চিত করা ও আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে গোটা অঞ্চলের স্থিতিশীলতা যাতে হুমকিতে না পড়ে, সেজন্য আমি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই।’

তিনি জানান, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ফ্রান্স তার নাগরিক, কূটনৈতিক ও সামরিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারোতও সংযমের আহ্বান জানিয়ে এক্স-এ লেখেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম অবলম্বনের এবং এমন কোনো উত্তেজনা না তৈরি করার আহ্বান জানাচ্ছি, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে।’ 

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান। ওই চুক্তিতে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্তে ইরানকে নিষেধাজ্ঞা থেকে কিছুটা অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর তা কার্যত ধসে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০