‘আঞ্চলিক যুদ্ধ’ নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা নেই : সিনহুয়া

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৩৩

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ইরানে ইসরাইলের হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গতকাল শুক্রবার সিনহুয়া’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ইসরাইলের হামলায় ইরানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশটি এখন পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে কি-না এখনো তা স্পষ্ট নয়। 

ট্রাম্প বলেছেন, আগামীকাল রোববার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো পরমাণু আলোচনার পরিকল্পনা রয়েছে, তবে তারা অংশ নেবে কি-না আমি নিশ্চিত নই। ট্রাম্পের দাবি, ইরানের চুক্তিতে পৌঁছাতে এখনো খুব বেশি দেরি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি ইরানকে অপমান ও মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করেছি।’ এমনকি ইরানের ইসরাইলের ভয়াবহ হামলার ফলে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়া নিয়েও তিনি উদ্বিগ্ন নন বলে জানান।

এর আগে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলাকে ‘খুবই সফল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমেরিকা ইসরাইলকে সমর্থন করে এবং শুক্রবার রাতে (ইরানের স্থানীয় সময় শুক্রবার ভোরে) ইরানের ওপর হামলাকে ‘খুব সফল আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

টেলিফোনে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমরা অবশ্যই ইসরাইলকে সমর্থন করি। আমরা এমনভাবে সমর্থন করি কেউ কখনো তাদের এমনভাবে সমর্থন করেনি।

ট্রাম্প বলেছেন, ইরানের উচিত ছিল আমার কথা শোনা। আপনি জানেন কি-না জানি না। আমি তাদের (ইরানকে পরমাণু চুক্তি করতে) ৬০ দিনের সতর্কতা দিয়েছিলাম। কিন্তু গতকাল ১৩ জুন শুক্রবার ৬১ তম দিন অতিহাহিত হলো।

এছাড়া নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, তেহরানকে আমি ‘একের পর এক সুযোগ দিয়েছি। আমি তাদের কঠোর ভাষায় বলেছি, চুক্তিটা করতে। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, যতই পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি আসুক না কেন, তারা তা সম্পন্ন করতে পারেনি।’

তিনি বলেছেন, ‘এরই মধ্যে বহু মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনো সময় আছে, পরবর্তীতে পরিকল্পিত হামলায় সবকিছু শেষ হয়ে যাবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০