ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৪২

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ইরানে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইসরাইল বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলকে এই অঞ্চলে বিশেষ করে ফিলিস্তিনের গাজাকে রক্ত, অশ্রু এবং অস্থিতিশীলতায় নিমজ্জিত করার কৌশলকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করেছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানায়।

ইরানে ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেছেন, ‘আমাদের প্রতিবেশী ইরানের ওপর ইসরাইলের আক্রমণ একটি উসকানি যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য করে ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা নিতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বেপরোয়া, আক্রমণাত্মক এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

এর আগে ইরানে ইসরাইলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ অভিহিত করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি।

ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে, তারা ‘কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না’।

ইসরাইল এই অঞ্চলকে ‘আরো বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০