নাগরিকরা আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারবেন : ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড 

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১১:৫৫

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলের আক্রমণের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড শনিবার জানিয়েছে, নাগরিকরা দেশজুড়ে আশ্রয়স্থল ছেড়ে যেতে পারবেন, তবে তাদের আশ্রয়স্থলের কাছেই থাকতে হবে। ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করার পর হোম ফ্রন্ট কমান্ড এ কথা বলেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ‘এখন দেশজুড়ে সমস্ত এলাকায় সুরক্ষিত স্থান ত্যাগ করার এবং তাদের কাছাকাছি থাকার অনুমতি দেওয়া হয়েছে’।

একটি পৃথক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ আক্রমণে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সারা দেশে যে সব স্থানে ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী বর্তমানে কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
১০