আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কির্চনার আগামী সপ্তাহে আত্মসমর্পণ করবেন

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:১৮

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দেজ ডি ক্রিস্টিনা কির্চনার শুক্রবার বলেছেন, দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে তিনি আগামী সপ্তাহে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। তাকে গৃহবন্দী অবস্থায় এই সাজা ভোগ করার রায় দেয়া হয়েছে।

বুয়েনস আইরেস থেকে এএফপি জানায়, ৭২ বছর বয়সী কির্চনার  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, তিনি আগামী বুধবার বুয়েনস আইরেসের কোর্ট অব প্যালেসে (প্যালাসিও ডি ট্রাইব্যুনাল নামেও পরিচিত) হাজির হয়ে তার কারাদণ্ড ভোগ করা শুরু করবেন।

বুধবার কর্তৃপক্ষের কাছে তার আত্মসমর্পণের শেষ দিন।

২০০৭-২০১৫ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে জালিয়াতির দায়ে দেয়া সাজার বিরুদ্ধে তার দায়েরকৃত আপিল আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট এই সপ্তাহে খারিজ করে দিয়েছে।
আত্মসমর্পণের জন্য তাকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

তাকে ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি সরকারি পদে আজীবন নিষেধাজ্ঞা নিশ্চিত করা হয়েছে।

উদারপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির খরচ কমানোর এজেন্ডার বিরোধীদলীয় নেতা কির্চনার বুয়েনস আইরেসে তার বাড়িতে সাজা ভোগ করতে দেয়ার অনুরোধ জানিয়েছেন, ৭০ বছরের বেশি বয়সীদের জন্য এই ব্যবস্থা চালু রয়েছে। 

গত দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতিতে প্রভাবশালী এই বামপন্থীর সমর্থকরা তার দোষী সাব্যস্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন যে রাষ্ট্রপক্ষ ও বিচার বিভাগ তার ডানপন্থী রাজনৈতিক শত্রুদের প্রতি সহানুভূতিশীল।

কিন্তু কিছু আর্জেন্টাইন বামপন্থী জনপ্রিয় পেরোনিস্ট আন্দোলনের এই নেতার জন্য শাস্তি হিসেবে যা দেখছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০