আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কির্চনার আগামী সপ্তাহে আত্মসমর্পণ করবেন

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:১৮

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দেজ ডি ক্রিস্টিনা কির্চনার শুক্রবার বলেছেন, দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে তিনি আগামী সপ্তাহে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। তাকে গৃহবন্দী অবস্থায় এই সাজা ভোগ করার রায় দেয়া হয়েছে।

বুয়েনস আইরেস থেকে এএফপি জানায়, ৭২ বছর বয়সী কির্চনার  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, তিনি আগামী বুধবার বুয়েনস আইরেসের কোর্ট অব প্যালেসে (প্যালাসিও ডি ট্রাইব্যুনাল নামেও পরিচিত) হাজির হয়ে তার কারাদণ্ড ভোগ করা শুরু করবেন।

বুধবার কর্তৃপক্ষের কাছে তার আত্মসমর্পণের শেষ দিন।

২০০৭-২০১৫ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে জালিয়াতির দায়ে দেয়া সাজার বিরুদ্ধে তার দায়েরকৃত আপিল আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট এই সপ্তাহে খারিজ করে দিয়েছে।
আত্মসমর্পণের জন্য তাকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

তাকে ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি সরকারি পদে আজীবন নিষেধাজ্ঞা নিশ্চিত করা হয়েছে।

উদারপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির খরচ কমানোর এজেন্ডার বিরোধীদলীয় নেতা কির্চনার বুয়েনস আইরেসে তার বাড়িতে সাজা ভোগ করতে দেয়ার অনুরোধ জানিয়েছেন, ৭০ বছরের বেশি বয়সীদের জন্য এই ব্যবস্থা চালু রয়েছে। 

গত দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতিতে প্রভাবশালী এই বামপন্থীর সমর্থকরা তার দোষী সাব্যস্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন যে রাষ্ট্রপক্ষ ও বিচার বিভাগ তার ডানপন্থী রাজনৈতিক শত্রুদের প্রতি সহানুভূতিশীল।

কিন্তু কিছু আর্জেন্টাইন বামপন্থী জনপ্রিয় পেরোনিস্ট আন্দোলনের এই নেতার জন্য শাস্তি হিসেবে যা দেখছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০