ফ্রান্সে ইউক্রেনীয় শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টে নিহত ৪, অনেকেই আহত

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:২৮

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম সার্থে এলাকার ডেগ্রে শহরে শুক্রবার ইউক্রেনীয় শিক্ষার্থীদের বহনকারী এক বাস দুর্ঘটনায় চারজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ফ্রান্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় প্রসিকিউটররা শুক্রবার জানান, বাস দুর্ঘটনায় জড়িত সন্দেহে দুই ইউক্রেনীয় চালককে আটক করা হয়েছে।

স্থানীয় রাজ্য কর্মকর্তা ইমানুয়েল অব্রি জানিয়েছেন, বাসটি আকস্মিক ভাবে দুর্ঘটনায় কবলিত হয় এবং নিহত চারজনই প্রাপ্তবয়স্ক।  

ফ্রান্সে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, এই দলে ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীরা ছিল তারা স্কুল এক্সচেঞ্জ  ভ্রমণের পর ইউক্রেনে ফিরে যাচ্ছিল।

যাত্রীদের সাথে কথা বলার পর ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো বলেছেন, দুর্ঘটনাটি ‘খুব আকস্মিক’ ভাবে হয়েছে। 

দূতাবাস জানিয়েছে, ‘আমরা নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করছি। কিছু শিশু তাদের বাবা-মায়ের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, নিহত চারজনের মধ্যে তিনজন ইউক্রেনীয় নাগরিক।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফরাসি ডাক্তাররা আহতদের চিকিৎসা দিচ্ছেন। 

ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ফরাসি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ফরাসি শ্রমমন্ত্রী অ্যাস্ট্রিড পানোসিয়ান-বুভেট সাংবাদিকদের জানিয়েছেন, প্যারিস থেকে ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে সার্থে এলাকার ডেগ্রে শহরের বাইরে মহাসড়কে  বাসটি উল্টে গেলে ১৮ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।

ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরো বলেছেন, তিনি ‘সার্থে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় হতাহতদের যা কিছু প্রয়োজন তার সবকিছু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০