ডিআর কঙ্গো হ্রদে নৌকা ডুবে ৪০ জন নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৫১

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : উত্তর-পশ্চিম কঙ্গো প্রজাতন্ত্রের একটি হ্রদে অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহতদের বহনকারী যাত্রীবাহী একটি নৌকা ডুবে ৪০ জন নিহত এবং বেশ কিছু নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা গতকাল শুক্রবার জানিয়েছেন। 

কঙ্গো থেকে এএফপি এ কথা জানায়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্পিন এমপুতু মোলিয়া বলেছেন, বুধবার উত্তর ইকুয়েটুর প্রদেশের তুম্বা হ্রদে তিনটি বড় নৌকা একসঙ্গে দুর্ঘটনা কবলিত হয়। 

তিনি এএফপি’কে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ এবং কয়েক ডজন জীবিত উদ্ধার করেছি। নিখোঁজদের সংখ্যা এখনো জানা যায়নি।’

স্থানীয় বাসিন্দা ডিউ-মার্সি আকুলা মৃতের সংখ্যা ৫৪ জন বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গতকাল আমাদের কাছে ৫২টি মৃতদেহ ছিল এবং আজ সকালে আরো দ’ুটি মৃতদেহ পাওয়া গেছে।’

সূত্র জানিয়েছে, নৌকাটি ইকোকো-বোঙ্গিন্দা গ্রামে একটি শেষকৃত্যে যোগ দিতে এক মৃত মহিলার মরদেহ  এবং ২শ’ জনেরও বেশি লোককে নিয়ে যাচ্ছিল।

এমপুতু জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা কর্মকর্তাদের জানিয়েছেন, নৌকাটি বিশাল ঢেউয়ের ধাক্কায় পড়েছিল।

তিনি বলেছেন, ‘চালকরা পরিস্থিতি মোকাবেলা করতে পারছিলেন না।’

তিনি আরো বলেছেন দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এমপুতু জানিয়েছেন, নৌকাটিতে যাত্রীদের তালিকা ছিল না, যার ফলে ‘অতিরিক্ত যাত্রী ছিল কি-না তা বলা কঠিন’।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত আফ্রিকান দৈত্য ডিআরসি, হ্রদ এবং নদীতে নৌকা দুর্ঘটনার ঘন ঘন ঘটনা ঘটে।

যাত্রী তালিকার অনুপস্থিতি প্রায়শই অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তোলে এবং সঠিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা অসম্ভব করে তোলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০