ডিআর কঙ্গো হ্রদে নৌকা ডুবে ৪০ জন নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৫১

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : উত্তর-পশ্চিম কঙ্গো প্রজাতন্ত্রের একটি হ্রদে অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহতদের বহনকারী যাত্রীবাহী একটি নৌকা ডুবে ৪০ জন নিহত এবং বেশ কিছু নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা গতকাল শুক্রবার জানিয়েছেন। 

কঙ্গো থেকে এএফপি এ কথা জানায়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্পিন এমপুতু মোলিয়া বলেছেন, বুধবার উত্তর ইকুয়েটুর প্রদেশের তুম্বা হ্রদে তিনটি বড় নৌকা একসঙ্গে দুর্ঘটনা কবলিত হয়। 

তিনি এএফপি’কে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ এবং কয়েক ডজন জীবিত উদ্ধার করেছি। নিখোঁজদের সংখ্যা এখনো জানা যায়নি।’

স্থানীয় বাসিন্দা ডিউ-মার্সি আকুলা মৃতের সংখ্যা ৫৪ জন বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গতকাল আমাদের কাছে ৫২টি মৃতদেহ ছিল এবং আজ সকালে আরো দ’ুটি মৃতদেহ পাওয়া গেছে।’

সূত্র জানিয়েছে, নৌকাটি ইকোকো-বোঙ্গিন্দা গ্রামে একটি শেষকৃত্যে যোগ দিতে এক মৃত মহিলার মরদেহ  এবং ২শ’ জনেরও বেশি লোককে নিয়ে যাচ্ছিল।

এমপুতু জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা কর্মকর্তাদের জানিয়েছেন, নৌকাটি বিশাল ঢেউয়ের ধাক্কায় পড়েছিল।

তিনি বলেছেন, ‘চালকরা পরিস্থিতি মোকাবেলা করতে পারছিলেন না।’

তিনি আরো বলেছেন দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এমপুতু জানিয়েছেন, নৌকাটিতে যাত্রীদের তালিকা ছিল না, যার ফলে ‘অতিরিক্ত যাত্রী ছিল কি-না তা বলা কঠিন’।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত আফ্রিকান দৈত্য ডিআরসি, হ্রদ এবং নদীতে নৌকা দুর্ঘটনার ঘন ঘন ঘটনা ঘটে।

যাত্রী তালিকার অনুপস্থিতি প্রায়শই অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তোলে এবং সঠিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা অসম্ভব করে তোলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০