যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:১৭ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১২:০০

বাসস বিদেশ- ১

ইরান-মার্কিন-আলোচনা-ওমান

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে।

শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরআল বুসাইদি একথা জানিয়েছেন।

ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার পারমাণবিক আলোচনা চলছিল। তবে ইসরাইল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল বলে জানা গেছে।

আজ রোববার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।

ওমানের মাস্কাট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এপ্রিল মাসে শুরু হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি আলোচনা ব্যর্থ হলে, সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘এই রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না।’

তিনি আরো বলেন, ‘স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি ও সংলাপই রয়ে গেছে।’

রোববার বাতিল হওয়া বৈঠকের আগে একটি প্রধান বাধা ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অন্যান্য পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণু অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান এই অভিযোগ বরাবরই স্পষ্টভাবে অস্বীকার করে আসছে।

শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের নজিরবিহীন  হামলা এই আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘যদিও রোববার কোনও বৈঠক অনুষ্ঠিত হবে না, তবে আমরা আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করি ইরানিরা শীঘ্রই আলোচনায় বসবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরাইল তার আক্রমণ অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তেহরান পারমাণবিক আলোচনায় যোগ দেবে না।’

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ইরান কূটনীতির পক্ষে, কিন্তু ‘চাপের মুখে অযৌক্তিক দাবি মেনে নেবে না বা ইহুদিবাদী সরকার তাদের আক্রমণ অব্যাহতভাবে চালিয়ে গেলে, আলোচনার টেবিলে বসবে না ইরান’।

ম্যাখোঁ এক্স-এ প্রকাশিত এক পোস্টে বলেছেন, তিনি পেজেশকিয়ানকে ‘দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসতে’ বলেছেন।

বাসস/এএফপি/ অনু-এমআর/১১০০/-কেএটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০