সংঘাত এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে ইরাক

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:৪৫ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১২:০৪

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ওয়াশিংটনের মিত্র ইসরাইল ও ইরানের মধ্যে সংঘর্ষের পর আঞ্চলিক উত্তেজনায় জড়িয়ে পড়া এড়াতে ইরান ও মার্কিন সরকারের সাথে যোগাযোগ করেছে ইরাক। শনিবার ইরাকের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরাক সরকার তেহরানের ঘনিষ্ঠ মিত্র, তবে ইরানের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারও, যাদের জিহাদি-বিরোধী জোটের অংশ হিসেবে ইরাকে প্রায় ২ হাজার ৫শ’ সেনা রয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে ইরাক বলেছে,  তারা ‘ইরাকি আকাশসীমা লঙ্ঘন বা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইহুদিবাদী সত্তা কর্তৃক পরিচালিত সামরিক হামলায় এর ব্যবহারের দৃঢ় ও দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করছে’।

এতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে, ‘তার দায়িত্ব পালন করতে। যাতে ইহুদিবাদী সত্তার বিমান আবারও ইরাকি আকাশসীমা লঙ্ঘন করে এই ধরনের হামলা চালাতে না পারে’।

একজন ঊর্ধ্বতন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, বাগদাদ তেহরানকেও তার ভূখণ্ডে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য অনুরোধ করেছে।

সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কর্মকর্তা বলেন, ‘অনুরোধ করা হয়েছিল’ তারা আমাদের ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে’।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরাকি সরকারি কর্মকর্তা বলেন, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে বাগদাদ ওয়াশিংটনের কাছে তার আকাশসীমার অখণ্ডতা রক্ষায় সহায়তা করার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

ইরানে হামলা চালানোর জন্য ইসরাইলের আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে শুক্রবার জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে বাগদাদ।

শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হওয়া বর্তমান উত্তেজনার আগে, তেহরান হুমকি দিয়েছিল যে ওয়াশিংটনের সাথে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যেকোনো সংঘাতের ক্ষেত্রে এই অঞ্চলে মার্কিন সেনাদের আবাসস্থলে থাকা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে।

ইরানের ওপর ইসরাইলের আক্রমণ শুরু হওয়ার আগে, মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা করেছে, তারা নিরাপত্তার কারণে বাগদাদে তার দূতাবাসে কর্মীদের সংখ্যা কমিয়ে দিচ্ছে।

বাসস/এএফপি/ অনু-এমআর/১১৩১/-আরজি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০