ইরানের আক্রমণে ইসরাইলে ৮ জন নিহত, ১৩০ জনের বেশি আহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলে রাতভর ইরানের উপর্যুপরি হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো একথা জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার সাইরেনের শব্দে দেশজুড়ে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে গেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)’র একজন মুখপাত্র জানান, ইসরাইলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এই হামলায় শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছে।

ইসরায়েল পুলিশ এক্স-এর একটি পোস্টে নিশ্চিত করেছে যে, তেল আবিবের কেন্দ্রীয় উপকূলে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে।

এমডিএ জানিয়েছে, এই আক্রমণে শনিবার গভীর রাতে ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের একটি তিন তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এতে তিন নারী নিহত হয়েছে।

জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, অপর নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ বছর বয়সী এক নারী নিহত ও ১৪ জন আহত হয়।

এমডিএ’র একজন মুখপাত্র ইসরাইলি সম্প্রচারক চ্যানেল ১২-কে জানিয়েছেন যে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০