ইরানের আক্রমণে ইসরাইলে ৮ জন নিহত, ১৩০ জনের বেশি আহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলে রাতভর ইরানের উপর্যুপরি হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো একথা জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার সাইরেনের শব্দে দেশজুড়ে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে গেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)’র একজন মুখপাত্র জানান, ইসরাইলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এই হামলায় শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছে।

ইসরায়েল পুলিশ এক্স-এর একটি পোস্টে নিশ্চিত করেছে যে, তেল আবিবের কেন্দ্রীয় উপকূলে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে।

এমডিএ জানিয়েছে, এই আক্রমণে শনিবার গভীর রাতে ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের একটি তিন তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এতে তিন নারী নিহত হয়েছে।

জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, অপর নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ বছর বয়সী এক নারী নিহত ও ১৪ জন আহত হয়।

এমডিএ’র একজন মুখপাত্র ইসরাইলি সম্প্রচারক চ্যানেল ১২-কে জানিয়েছেন যে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০