ইরানের আক্রমণে ইসরাইলে ৮ জন নিহত, ১৩০ জনের বেশি আহত

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলে রাতভর ইরানের উপর্যুপরি হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো একথা জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার সাইরেনের শব্দে দেশজুড়ে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে গেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)’র একজন মুখপাত্র জানান, ইসরাইলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এই হামলায় শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছে।

ইসরায়েল পুলিশ এক্স-এর একটি পোস্টে নিশ্চিত করেছে যে, তেল আবিবের কেন্দ্রীয় উপকূলে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে।

এমডিএ জানিয়েছে, এই আক্রমণে শনিবার গভীর রাতে ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের একটি তিন তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এতে তিন নারী নিহত হয়েছে।

জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, অপর নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ বছর বয়সী এক নারী নিহত ও ১৪ জন আহত হয়।

এমডিএ’র একজন মুখপাত্র ইসরাইলি সম্প্রচারক চ্যানেল ১২-কে জানিয়েছেন যে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০