ইসরাইল-ইরান সংঘাতে ‘সংযম’ বজায় রাখার আহ্বান ইইউ’র

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৩:০২

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন শনিবার ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারের মতো বিপদ এড়াতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় এক দিন আগে শুরু হওয়া ইসরাইলের ভয়াবহ হামলার পর ইরানও ইসরাইলে পাল্টা আক্রমণ শুরু করলে, ইইউ এই বিবৃতি দেয়। 
শনিবার ইসরাইল ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইইউ’র বিবৃতিতে ‘সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার, সংযম প্রদর্শন করার ও সম্ভাব্য তেজস্ক্রিয় নিঃসরণের মতো গুরুতর পরিণতি ঘটাতে পারে- এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার’ আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে ‘ইরানে ইসরাইলি হামলা ও ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার মতো ক্রমবর্ধমান বিপজ্জনক পরিস্থিতিতে গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।
ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তাসহ এই অঞ্চলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইইউ।

ইসরাইল বলেছে, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এ জন্য হামলা চালানো হয়েছে। 
তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে।

শুক্রবার ভোরে ইসরাইলের প্রথম হামলার পর, ইরানও একই দিনে ইসরাইলি শহরগুলোতে পাল্টা হামলা চালায়।

ব্রাসেলস থেকে ইইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ সব সময় বলেছে, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া উচিত নয়।’ 

এতে আরো বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র প্রতিবেদনে ইরানের ‘আইনত বাধ্যতামূলক পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা মেনে না চলার’ অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন। 

এতে আরো বলা হয়েছে, ‘কিন্তু স্থায়ী নিরাপত্তা সামরিক পদক্ষেপ নয়, কূটনীতির মাধ্যমে নিশ্চিত করতে হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০