ইরান সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৩:০৯

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক ‘অ্যাসেট’ মোতায়েন করছে যুক্তরাজ্য। শনিবার এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 
যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে জিটুয়েন্টি সম্মেলনে যোগ দিতে কানাডা যাওয়ার পথে নিজের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই অঞ্চলে যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বা রসদ মোতায়েন করছি।

তিনি জানান, শুক্রবার ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই হামলায় ইরানের শীর্ষ সামরিক ও বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তা ও সাধারণ নাগরিকসহ বহু মানুষ নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলের ওপর পাল্টা হামলা চালায়। 

স্টারমার বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অত্যন্ত ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি নিজে  এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উভয়েই আলোচনায় রয়েছি। ল্যামি ইরান সরকারের সঙ্গেও কথা বলেছেন।’

স্টারমার  বলেন, আমাদের বার্তা স্পষ্ট, উত্তেজনা হ্রাস করতে হবে। তাই আমরা যা করছি এবং যা বলছি সবই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলোচনা  ‘ভালো ও গঠনমূলক’ ছিল এবং সেখানে ইসরাইলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার সকালে বলেন, রাতভর সংঘটিত অতিরিক্ত হামলায় তিনি গভীরভাবে শঙ্কিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ল্যামি বলেন, ‘আমাদের জরুরি ভিত্তিতে উত্তেজনা কমাতে হবে এবং বেসামরিক নাগরিকদের আরও ক্ষতি ঠেকাতে হবে।’

তিনি আরও জানান, শান্তি বজায় রাখার আহ্বানে তিনি তাঁর ইরানি প্রতিপক্ষ আব্বাস আরাঘচির সঙ্গেও কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০