ইরানের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৩:১১

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইলের নজিরবিহীন হামলার পর শনিবার আজারবাইজান প্রতিবেশী ইরানকে আশ্বস্ত করেছে যে, তেহরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

বাকু  থেকে এএফপি জানায় যে ইরান দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে যে, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী ইসরায়েল তাদের ভূখণ্ড ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে’।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে বলেন, ‘আজারবাইজান কখনও তার ভূখণ্ডকে বন্ধুত্বপূর্ণ ইরানসহ তৃতীয় দেশগুলোর উপর হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবে না’।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এএফপিকে জানায়, আরাঘচির সাথে এক ফোনালাপে জইহুন বায়রামভ সতর্ক করে বলেন, সংঘাত বৃহত্তর অঞ্চলকে গ্রাস করার ঝুঁকিতে ফেলেছে। তিনি আরও উত্তেজনা রোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি হামলার পর ইরান আকাশসীমা বন্ধ করে দিলে আজারবাইজান স্থলপথে সীমান্ত দিয়ে পণ্য চলাচলে সহায়তা করেছে।

এই আলোচনাটি এমন এক সময় হয়, যখন ইসরাইল শুক্রবার ইরানে বড় ধরনের হামলা চালায়। যেখানে তেহরানের তথ্য অনুযায়ী শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলের দিকে। যাতে তিনজন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০