ভিয়েতনামে টাইফুন ও বন্যায় ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৪:৫৫

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (এএফপি) : ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুনে  বাতাস ও বৃষ্টিতে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এই দুর্যোগে আরও দু'জন নিখোঁজ রয়েছে সরকারি তথ্যে জানা গেছে, বন্যায় বিশাল কৃষিজমি প্লাবিত হয়েছে। 

হ্যানয় থেকে এএফপি জানায়, টাইফুন উটিপ শনিবার চীনের দক্ষিণে স্থলভাগে এবং ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে ঘণ্টায় ১২৮ কিলোমিটার বেগে আঘাত হানে। পরে এটি একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়।

ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জানিয়েছে, কোয়াং ত্রি প্রদেশের মধ্যাঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে এবং কোয়াং বিং প্রদেশে আরো দুজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ঝড়ের আঘাতের আগে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে, স্কুল ও রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে।

তবে, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার শনিবার পূর্বাভাস দিয়েছে যে সপ্তাহান্তের শেষ নাগাদ ঝড়টি ‘দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে।’

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০