গাজায় ৩ দিন পর ইন্টারনেট সংযোগ পুনরায় চালু

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:১৩

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তিন দিন পর আবার ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। 

শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান লায়েথ দারাগমেহ।

তিনি বলেন, ‘এখন পুরো গাজা উপত্যকায় নেটওয়ার্ক চালু রয়েছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের টেলিকম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, ইসরাইলি বাহিনী একটি ফাইবার অপটিক তারকে লক্ষ্য করে হামলা চালালে, গাজায় ইন্টারনেট ও স্থায়ী ল্যান্ডলাইন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
তবে এ সম্পর্কে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্ত্রণালয় জানায়, যে সব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলার পরপরই তাদের রক্ষণাবেক্ষণ ও মেরামত দল সে সব স্থানে নিরাপদে পৌঁছুতে পারেনি।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বৃহস্পতিবার জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায়, মাঠ পর্যায়ে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। ফলে কার্যক্রমে সমস্যা তৈরি হয়। সংস্থাটি এই সংযোগ বিচ্ছিন্নতার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

গাজায় চলমান যুদ্ধ ইতোমধ্যে ২১তম মাসে গড়িয়েছে। দীর্ঘ এ সংঘাতে ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। যার মধ্যে রয়েছে পানির পাইপলাইন, বিদ্যুৎ লাইন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০