গাজায় ৩ দিন পর ইন্টারনেট সংযোগ পুনরায় চালু

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:১৩

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তিন দিন পর আবার ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। 

শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান লায়েথ দারাগমেহ।

তিনি বলেন, ‘এখন পুরো গাজা উপত্যকায় নেটওয়ার্ক চালু রয়েছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের টেলিকম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, ইসরাইলি বাহিনী একটি ফাইবার অপটিক তারকে লক্ষ্য করে হামলা চালালে, গাজায় ইন্টারনেট ও স্থায়ী ল্যান্ডলাইন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
তবে এ সম্পর্কে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্ত্রণালয় জানায়, যে সব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলার পরপরই তাদের রক্ষণাবেক্ষণ ও মেরামত দল সে সব স্থানে নিরাপদে পৌঁছুতে পারেনি।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বৃহস্পতিবার জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায়, মাঠ পর্যায়ে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। ফলে কার্যক্রমে সমস্যা তৈরি হয়। সংস্থাটি এই সংযোগ বিচ্ছিন্নতার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

গাজায় চলমান যুদ্ধ ইতোমধ্যে ২১তম মাসে গড়িয়েছে। দীর্ঘ এ সংঘাতে ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। যার মধ্যে রয়েছে পানির পাইপলাইন, বিদ্যুৎ লাইন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০