গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৬

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২১:৩০

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের সামরিক হামলায় ১৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন।

গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উদ্ধারকর্মীরা ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন অংশে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১৬ জনের মৃতদেহ পরিবহন করেছে।

বাসাল বলেন, রোববার সকালে মধ্য গাজায় ‘ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে শত শত নাগরিকের জমায়েতকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা করলে অন্তত তিনজন নিহত এবং অনেকে আহত হন।

তিনি বলেন, গাজা শহরের উত্তর-পশ্চিমে ট্রাকে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা নিহত সাতজনকে পরিবহন করেছে।

দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনী নাগরিকদের ওপর গুলি চালালে দুইজন নিহত এবং ৫০ জন আহত হন বলে জানান বাসাল।

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, নেতজারিম বা রাফাহর কাছে গুলির ঘটনা সম্পর্কে তারা অবগত নয় এবং তারা উত্তর গাজার ঘটনাগুলো খতিয়ে দেখছে।

গাজায় গণমাধ্যমের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা ও স্থলপথে প্রবেশে অসুবিধার কারণে এএফপি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারছে না।

ইসরাইলি সামরিক বাহিনী গাজায় ত্রাণ-সহায়তা প্রবেশে বাধা দেওয়ার পর গত ২৬ মে থেকে সেখানে মার্কিন ও ইসরাইল-সমর্থিত সংস্থা- হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কাজ শুরু করে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মতে, জিএইচএফের ত্রাণ সংগ্রহ করতে গিয়েও কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বাসাল বলেন, গাজার মানবিক পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। খাবার, পানি ও ওষুধ নেই এবং হাজার হাজার শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০