ইরান ও ইসরাইলকে চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১৯

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার হামলা-পাল্টা হামলায় আটকে থাকা ইরান ও ইসরাইলকে ‘একটি চুক্তি করার’ আহ্বান জানিয়েছেন, তবে তিনি পরামর্শ দেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্যে প্রথমে তাদের ‘লড়াই’ করার প্রয়োজন রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইসরাইল ও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ক্রমশ তীব্রতর হতে থাকা এই সংঘাতে আরো ধ্বংসযজ্ঞের হুমকি দিচ্ছে উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন ‘আমি মনে করি এখনই একটি চুক্তির সময়।’

ট্রাম্প জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে কানাডা যাওয়ার আগে হোয়াইট হাউসে বক্তৃতাকালে বলেন, ‘তবে কখনও কখনও তাদের লড়াই চালিয়ে যেতে হতে পারে, তবে আমরা দেখব কী হয়।’

কয়েক দশক ধরে শত্রুতা এবং প্রক্সি এবং গোপন অভিযানের মাধ্যমে দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের পর, সর্বশেষ সংঘাতটি প্রথমবারের মতো চিরশত্রু ইসরাইল এবং ইরানের মধ্যে এত তীব্র যুদ্ধের দিকে মোড় নিয়েছে, যে এটি সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

শুক্রবার ইসরাইল হামলা শুরু করার পর যুদ্ধ শুরু হয়। ইসরাইলের ওই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার ও ক’জন পরমানু বিজ্ঞানী নিহত হন এবং দেশজুড়ে সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক ব্যপক আঘাত হানে।

ইরানের উপর ইসরাইলকে বিমান হামলা বন্ধ করতে বলেছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প ।

এর আগে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন,  ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় ভেটো  দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, তিনি বিশ্বাস করেন যে উভয় পক্ষের ‘একটি চুক্তি করা উচিত এবং তারা একটি চুক্তি করবেন।’

তিনি বলেন, এই বিষয়ে ‘এখন অনেক আহ্বান এবং বৈঠক হচ্ছে’ এবং দীর্ঘস্থায়ী প্রতিপক্ষের মধ্যে ‘শিগগির’ শান্তি অর্জন করা যেতে পারে, 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ
১০