সিরিয়ায় ড্রোন হামলায় এক নারী নিহত

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৩:০০

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সিরিয়ার পশ্চিম তারতুস প্রদেশে রোববার এক বাড়িতে ড্রোন হামলায় এক বেসামরিক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরান ও ইসরাইলের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এটি সিরিয়ায় প্রথম হতাহতের ঘটনা।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, তারতুস গ্রামাঞ্চলের একটি গ্রামে এক বাড়িতে ড্রোনের আঘাতে এক নারীর মৃত্যুর হয়েছে। তারা জানান, ড্রোনটি সম্ভবত ইরানের তৈরি।

ইরান-ইসরাইল উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এএফপি সংবাদদাতা এবং সিরিয়া জুড়ে বাসিন্দারা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আকাশে উড়তে দেখেছেন। যার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

বিভিন্ন অঞ্চলে এগুলো বিস্ফোরিত হয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে।

শুক্রবার, ইসরাইল ইরানের ওপর একটি বৃহৎ পরিসরে আক্রমণ শুরু করে, যার লক্ষ্য ছিল মূলত সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

এই হামলায় রেভল্যুশনারি গার্ড কমান্ডার হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং নয়জন পারমাণবিক বিজ্ঞানীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হন।

ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সিরিয়ার জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করেছে। এ সংঘাত তাদের যুদ্ধবিধ্বস্ত দেশে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে।

গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার নতুন সরকারের প্রতি সতর্ক থাকা ইসরাইল সিরিয়া জুড়ে সামরিক স্থাপনাগুলোতে শত শত হামলা চালিয়েছে এবং দাবি করেছে এর লক্ষ্য নতুন নেতৃত্বের কাছে অস্ত্র পৌঁছানো রোধ করা, যাকে তারা ‘জিহাদি’ হিসেবে চিহ্নিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ
১০