সকলকে অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান ট্রাম্পের 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৩:১৬

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তেহরানের বাসিন্দাদের সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ওপর ব্যাপক আক্রমণ শুরু করার সতর্কবার্তাকে সমর্থন করে  ট্রাম্প এ আহ্বান জানান।

কানাডার কানানাস্কিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করা উচিত। ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। 

ইরানের রাজধানীতে প্রায় ১ কোটি মানুষ বসবাস করে।

ইসরাইল যখন ইরানে হামলা জোরদার করছে, ঠিক তখনই এই সতর্কতা জারি করা হলো। তাদের দাবি, ধর্মীয় নেতাদের পরিচালিত রাষ্ট্রটির বিতর্কিত পারমাণবিক কর্মকাণ্ড ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী এর আগে তেহরানের একটি জেলার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে একটি নোটিশ জারি করেছিল, যা গাজায় তাদের কৌশলের প্রতিধ্বনি, যেখানে ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলার পর থেকে তারা বেশিরভাগ ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছে।

ট্রাম্প বারবার বলতে অস্বীকৃতি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলি সামরিক অভিযানে অংশগ্রহণ করবে কিনা, যদিও তিনি বলেছেন যে তারা প্রাথমিক হামলায় জড়িত ছিল না।

মঙ্গলবার শেষ হতে যাওয়া জি৭ শীর্ষ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আমরা কিছু একটা করতে যাচ্ছি। কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০