‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের ইসরাইল ছাড়ার আহ্বান চীনের

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৪:০৮

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের প্রতি ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আজ মঙ্গলবার চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে স্থল সীমান্ত  পার হয়ে যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে হবে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী’।

কয়েক দশকের শত্রুতা এবং দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের পর, ইসরাইল গত সপ্তাহে ইরান জুড়ে লক্ষ্যবস্তুতে একটি আকস্মিক বিমান হামলা শুরু করে এবং বলে তাদের লক্ষ্য ছিল তার চিরশত্রুকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

হঠাৎ করেই শত্রুতা বৃদ্ধির ফলে আরো বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরাইলের হামলা চলমান পারমাণবিক আলোচনা ভেঙ্গে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বেইজিংয়ের দূতাবাস জানিয়েছে, সংঘাত ‘ক্রমশ বৃদ্ধি পাচ্ছে’।

এতে বলা হয়েছে, ‘অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠছে’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০