রুশ বিমান হামলায় ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত, আহত ১৬

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৫:১২

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে রাশিয়ার বিমান হামলায় এক মার্কিন নাগরিক নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘কিয়েভে রাশিয়ার হামলার সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা যে বাড়িতে ছিলেন, তার বিপরীতে একটি বাড়িতে ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিক রুশ বিমান হামলায় নিহত হন।

এর আগে তিনি বলেছিলেন, রাজধানীতে এখন পর্যন্ত ১৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সোলোমিয়ানস্কি জেলায়।

ক্লিটসকো আরো বলেন, ‘রাশিয়ার ইউএভি এখনও তিনদিক থেকে শহরের দিকে এগিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রের হুমকিও রয়েছে। তিনি  আশ্রয়স্থল ত্যাগ না করার পরামর্শ দেন। 

কিয়েভ নগর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাজধানী ‘বর্তমানে শত্রুদের সম্মিলিত আক্রমণের মুখে’।

তিনি আরোবলেন,  ‘রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করছে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রি ইয়েরমাক, ‘কিয়েভের আবাসিক ভবনগুলোতে’  রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে টেলিগ্রামে বলেছেন, মস্কো ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে’।

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও মস্কো ইউক্রেনের ওপর তার আক্রমণ অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০