রুশ বিমান হামলায় ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত, আহত ১৬

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৫:১২

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে রাশিয়ার বিমান হামলায় এক মার্কিন নাগরিক নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘কিয়েভে রাশিয়ার হামলার সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা যে বাড়িতে ছিলেন, তার বিপরীতে একটি বাড়িতে ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিক রুশ বিমান হামলায় নিহত হন।

এর আগে তিনি বলেছিলেন, রাজধানীতে এখন পর্যন্ত ১৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সোলোমিয়ানস্কি জেলায়।

ক্লিটসকো আরো বলেন, ‘রাশিয়ার ইউএভি এখনও তিনদিক থেকে শহরের দিকে এগিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রের হুমকিও রয়েছে। তিনি  আশ্রয়স্থল ত্যাগ না করার পরামর্শ দেন। 

কিয়েভ নগর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাজধানী ‘বর্তমানে শত্রুদের সম্মিলিত আক্রমণের মুখে’।

তিনি আরোবলেন,  ‘রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করছে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রি ইয়েরমাক, ‘কিয়েভের আবাসিক ভবনগুলোতে’  রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে টেলিগ্রামে বলেছেন, মস্কো ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে’।

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও মস্কো ইউক্রেনের ওপর তার আক্রমণ অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০