ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৫:২০

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইসরায়েলের টানা হামলার মুখে ভারত মঙ্গলবার দেশটির নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম, তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা।

নয়াদিল্লি আরও জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ইরান-আর্মেনিয়া সীমান্ত দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা তেহরানের উত্তর-পশ্চিমে শত শত কিলোমিটার দূরে অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় কতজন ভারতীয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছিলেন।

হাজার হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলেও অবস্থান করছেন। সেখানে তাদের জন্যও সতর্কবার্তা জারি করে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০