ইসরাইল থেকে দেশে ফিরলেন ১৮১ চেক-স্লোভাকিয়া নাগরিক

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৩:২২

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : ইরানের সঙ্গে ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইল থেকে ১৮১ জন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে গেছে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রাগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল গত শুক্রবার ইরানে হামলা চালানোর পর থেকেই আকাশসীমা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া প্রথমবারের মতো সরকারি বিমান পাঠিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার সকালে ৬৬ জন যাত্রী নিয়ে একটি চেক সরকারি বিমান প্রাগে অবতরণ করেছে। অন্যদিকে, গত দুই দিনে দুটি স্লোভাক বিমান ১১৫ জন উদ্বাস্তুকে ব্রাতিস্লাভায় নিয়ে গেছে।

চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রী জানা সেরনোচোভা এক্স-এ দেয়া এক বার্তায় বলেন, ‘আমি আনন্দিত যে সবাই নিরাপদে ফিরেছে। এমন কঠিন পরিস্থিতিতে এই রকম পরিবহন খুবই চ্যালেঞ্জিং ছিল।’

চেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরিয়ে আনা লোকদের বেশিরভাগই চেক নাগরিক।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আকাশসীমা বন্ধ থাকায় ইসরাইলে সরাসরি সেনা বিমান পাঠানো সম্ভব ছিল না। ‘উদ্ধারকারীদের প্রথমে বাসে করে প্রতিবেশী একটি দেশের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পায়ে হেঁটে সীমান্ত পার করে তাদের বিমানে তুলে আনা হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, ৭৩ জন যাত্রী নিয়ে একটি স্লোভাক সরকারি বিমান সোমবার ১৭০০ গ্রিনিচ মান সময় (জিএমটি) এর আগে ব্রাতিস্লাভায় অবতরণ করে।

মঙ্গলবার আরেকটি স্লোভাক বিমান সাইপ্রাসের লারনাকা থেকে ব্রাতিস্লাভায় বিভিন্ন দেশের ৪২ জন নাগরিককে নিয়ে আসে।

প্রাগ এবং ব্রাতিস্লাভা উভয়ই আগামী দিনে মধ্যপ্রাচ্যে আরো বিমান পাঠানোর কথা ভাবছে।

 রোববার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১ হাজারেরও বেশি লোক আহত হয়েছে বলে জানা গেছে।

প্রতিশোধ হিসেবে, ইরান শুক্রবার থেকে ইসরাইলে একাধিক হামলা চালিয়েছে।  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০