রেকর্ড উচ্চতায় জাপানের নিক্কেই

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:১৯

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ওয়াশিংটনের শুল্ক হুমকির সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে টোকিও একটি চুক্তিতে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশাবাদ ফিরে এসেছে। মঙ্গলবার জাপানের নিক্কেই ২২৫ শেয়ার সূচক এক লাফে ১,১০০ পয়েন্টের বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

টোকিও  থেকে এএফপি এ সংবাদ জানায়।

বিকেলে নিক্কেই ২.৮ শতাংশ বা ১,১৬২.৮৬ পয়েন্ট বেড়ে ৪২,৯৮৩.৩৪ এ পৌঁছেছে এবং কিছুটা হ্রাস পেয়েছে।

আগের রেকর্ড ছিল ৪২,৪২৬.৭৭, যা গত বছরের জুলাই মাসে স্থাপন করা হয়েছিল।

ইওয়াইকসমো সিকিউরিটিজ এক বাজার ভাষ্যে জানিয়েছে যে, মার্কিন-চীন বাণিজ্য আলোচনার উত্তেজনা প্রশমিত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (সুদের) হার আসন্ন হ্রাস সম্পর্কে জল্পনা-কল্পনা  জাপানি কোম্পানিগুলোর পুনরুদ্ধার সম্পর্কে বিনিয়োগকারীদের আশা জাগিয়ে তুলেছে।

এর ফলে ক্রয় অব্যাহত ছিল, এটি আরও যোগ করেছে।

দুপুরের বিরতির পরপরই বড় পরিসরের শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে। এতে করে শেয়ার কেনার ধারা অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানায়। মার্কিন প্রযুক্তি শেয়ারের উত্থানের ধারাবাহিকতায় জাপানের প্রযুক্তি বিনিয়োগকারী সফটব্যাংক গ্রুপের শেয়ার ৭.০৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪,৮৪৫ ইয়েনে এবং সেমিকন্ডাক্টর পরীক্ষণ যন্ত্র প্রস্তুতকারী অ্যাডভানটেস্টের শেয়ার ৭.৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১,২৫৫ ইয়েনে।

অটোমেকার টয়োটা ৩.১৪ শতাংশ বেড়ে ২,৮৬০ ইয়েন এবং ইউনিক্লো-অপারেটর ফাস্ট রিটেইলিং ৪.৬৭ শতাংশ বেড়ে ৪৮,৪৪০ ইয়েন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০