নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৫১

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে রোববার নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন। দেশটির জরুরি সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।

লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাজারে যাওয়ার সময় নৌকাটি রোববার সকালে ডুবে যায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে।

নাইজেরিয়ায় দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, জলপথে অতিরিক্ত যাত্রী ওঠানামা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে যখন নদী এবং হ্রদের পানি উপচে পড়ে সে সময়ই বেশি দুর্ঘটনা ঘটে।

২০২৪ সালের আগস্টে সোকোটো রাজ্যে ধানক্ষেতে নদী পার হয়ে যাওয়ার সময় একটি কাঠের নৌকা ডুবে গেলে একই রকম দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন কৃষক নিহত হয়।

২৯ জুলাই, উত্তর-পশ্চিম জিগাওয়া রাজ্যে খামারের কাজ থেকে বাড়ি ফেরার সময় একটি নৌকা ডুবে গেলে ছয়জন মেয়ে ডুবে যায়।

দুই দিন আগে, মধ্য নাইজার রাজ্যে আরেকটি নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছাত্রীর মৃত্যু
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
মাছের পোনা উৎপাদনে সফল দিনাজপুরের সাদেকা বানু
ইউজিসি সদস্য হিসেবে প্রফেসর ড. আইয়ূব ইসলামের যোগদান
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১০