ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সোমবার জানিয়েছে, ২৮ ডিসেম্বর দেশের নির্বাচন শুরু হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এবং ইতোমধ্যে বিরোধী দলগুলো এটি বয়কট করেছে।
ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।
মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিটি সংসদের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ রোববার ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হবে।’ ‘পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’