রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৬

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস):  মস্কোর নিকটবর্তী রায়জান শহরের একটি গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও  শতাধিক মানুষ।

সোমবার কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায়  শিল্প নিরাপত্তা বিধি  লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রায়জান অঞ্চলের ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় শুক্রবারের বিস্ফোরণে প্রথমে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রায়জান মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সোমবার স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারখানাটির নাম প্রকাশ করেনি। তবে সোমবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সূত্র রয়েছে এমন ১১২ টেলিগ্রাম চ্যানেল জানায়, একটি ত্রুটিপূর্ণ শেলের বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

টেলিগ্রাম চ্যানেলটি আরও জানায়, এর আগে কারখানাটিকে শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক সতর্কবার্তা দিয়েছিল কর্তৃপক্ষ।

রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রি প্রকাশিত ছবিতে দেখা যায়, কারখানার একটি হল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা এখনও চলছে।

রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা করেছে, যা ইঙ্গিত দেয়  বিস্ফোরণটি ইউক্রেনের হামলার কারণে ঘটেনি।

২০২২ সালে প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে কিয়েভ পাল্টা জবাবে রাশিয়ার শিল্প ও অবকাঠামোতে একাধিক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে।

রাশিয়ায় এধরনের প্রাণঘাতী শিল্প দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কারণ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এমন ঘটনা ঘটে থাকে। ২০২১ সালে একই কারখানায় আরেকটি ভয়াবহ বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর কারখানার কয়েকজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০