তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৬
প্রতীকী ছবি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): তুরস্কের পশ্চিম উপকূল থেকে সোমবার চার অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে এএফপি জানিয়েছে, রাবারের ডিঙি নৌকা থেকে সাগরে পড়ে প্রাণ হারিয়েছে তারা।

তুরস্কের কোস্টগার্ড কমান্ড এক বিবৃতিতে জানায়, কারাবুরুন জেলার উপকূলে ঘটনাটি ঘটেছে। দুজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।  

বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি হেলিকপ্টার, ড্রোন, পাঁচটি নৌকা ও একটি বড় আকারের জাহাজের সহায়তায় আরো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। 

তবে, নৌকায় কত সংখ্যক অভিবাসন প্রত্যাশী ছিল এবং তারা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

তুরস্কের উপকূল এবং নিকটবর্তী গ্রিক দ্বীপপুঞ্জ সামোস, রোডস ও লেসবসের মধ্যবর্তী এলাকা দিয়ে বহু অভিবাসন প্রত্যাশী পানিপথ পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। যাত্রাপথটি সংক্ষিপ্ত হলেও বেশ বিপজ্জনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০