ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): তুরস্কের পশ্চিম উপকূল থেকে সোমবার চার অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে এএফপি জানিয়েছে, রাবারের ডিঙি নৌকা থেকে সাগরে পড়ে প্রাণ হারিয়েছে তারা।
তুরস্কের কোস্টগার্ড কমান্ড এক বিবৃতিতে জানায়, কারাবুরুন জেলার উপকূলে ঘটনাটি ঘটেছে। দুজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি হেলিকপ্টার, ড্রোন, পাঁচটি নৌকা ও একটি বড় আকারের জাহাজের সহায়তায় আরো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
তবে, নৌকায় কত সংখ্যক অভিবাসন প্রত্যাশী ছিল এবং তারা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
তুরস্কের উপকূল এবং নিকটবর্তী গ্রিক দ্বীপপুঞ্জ সামোস, রোডস ও লেসবসের মধ্যবর্তী এলাকা দিয়ে বহু অভিবাসন প্রত্যাশী পানিপথ পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। যাত্রাপথটি সংক্ষিপ্ত হলেও বেশ বিপজ্জনক।