ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির আশা জাগায় সোমবার ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো প্রায় অপরিবর্তিত ছিল। কারণ, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি, অন্যান্য ইউরোপীয় নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার ফলাফলের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। এছাড়াও শুক্রবার যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রেতাদের আয়ের প্রতিবেদন প্রকাশ এবং শুক্রবার ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলের গুরুত্বপূর্ণ ভাষণকে সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।
নিউইয়র্ক থেকে এএফপি।
দাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.১ শতাংশ কমে ৪৪,৯১১.৮২ পয়েন্টে বন্ধ হয়েছে। ব্রড-ভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০ সূচক অপরিবর্তিত থেকে ৬,৪৪৯.১৫ পয়েন্টে এবং প্রযুক্তি-ভিত্তিক নাসদাক কম্পোজিট সূচকও অপরিবর্তিত থেকে ২১,৬২৯.৭৭ পয়েন্টে স্থিত হয়েছে।
সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের লক্ষ্য ছিল রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে বড় ধরনের মতপার্থক্য দূর করা। মস্কোর ইউক্রেন আক্রমণের সাড়ে তিন বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ফলাফল এখনো অনিশ্চিত।
স্পার্টান ক্যাপিটাল সিকিউরিটিজের পিটার কার্ডিলো বলেছেন, সকলের নজর এখন এই আলোচনার দিকে। বিশেষ করে শান্তি আসবে কিনা এবং এ জন্য কী ধরনের মূল্য দিতে হবে ।
চলতি সপ্তাহের শেষে বার্ষিক জ্যাকসন হোল ইকোনমিক পলিসি সিম্পোজিয়ামে ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল যখন কেন্দ্রীয় ব্যাংক কখন আবার সুদের হার কমানোর বিষয়ে কোনো ইঙ্গিত দেন কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
কার্ডিলো আরও যোগ করেছেন যে এই সপ্তাহে হোম ডিপো এবং ওয়ালমার্টসহ খুচরা বিক্রেতাদের কাছ থেকে অনেক আয়ের প্রতিবেদন আসবে।
তিনি জানুয়ারি থেকে ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের কথা উল্লেখ করে বলেন, এটি গ্রাহক কী ভাবছেন, শুল্কের প্রভাব সম্পর্কে একটি ইঙ্গিত দেবে। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ হল কোম্পানিগুলোর দেয়া অগ্রিম নির্দেশিকা।